মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০, ১২:৪৯:০৬

সাধারণ বধূ থেকে 'টিকটক' তারকা, স্বামীকে ছেড়ে পালালেন গৃহবধূ

সাধারণ বধূ থেকে 'টিকটক' তারকা, স্বামীকে ছেড়ে পালালেন গৃহবধূ

বিনোদন ডেস্ক : বর্তমানে টিক টকের জনপ্রিয়তা ফেসবুককেও ছাপিয়ে যাচ্ছে। আর সেই টিক টক ভিডিও-র জগতে এগিয়ে গিয়েই স্বামীর ঘর ছেড়ে উ'ধাও হয়ে গেল পশ্চিমবঙ্গের চুঁচুড়ার বাসিন্দা এক মহিলা। নি'খোঁ'জ হয়ে গিয়েছে প্রতিমা মণ্ডল নামে ওই মহিলা। হুগলির লটারি বিক্রেতা প্রসেনজিত্‍ মণ্ডল ওরফে বাবুর সঙ্গে বিয়ে হয়েছিল প্রতিমার। 

তাদের এক কন্যাসন্তানও রয়েছে। ৩১ ডিসেম্বর থেকে প্রতিমার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। প্রসেনজিত্‍ জানিয়েছেন তিনি স্ত্রীকে মোবাইল কিনে দেন টিকটক করার জন্য। স্ত্রী প্রতিমা 'জ্যাসমিন' নামের অ্যাকাউন্ট খুলে টিকটক করতে শুরু করেন। আসতে আসতে বাড়তে থাকে জনপ্রিয়তা। এতে উত্‍সাহ যোগান স্বামীও। স্ত্রী রোজগারও করছিলেন টিকটক থেকে। স্বামীকে জানিয়েই বিভিন্ন রাজ্যে যেতেন ভিডিও শ্যুট করতে।

স্বামী কখনও বা'ধাও দেননি। টিকটক থেকে রোজগার হচ্ছে দেখে আরও একটি মোবাইল কিনে দেন বাবু। এমনকি বাবু নিজেও কখনও সখনও প্রতিমার টিকটক ভিডিও-তে অংশগ্রহণ করতেন। ৩১ তারিখ হাওড়া থেকে ট্রেনে চেপে দিল্লি গিয়েছেন প্রতিমা। এক যুবক তাকে র‍্যাম্পে হাঁটার অফার দেয়। রাজধানীতে পৌঁছনোর পর থেকে আর সেভাবে যোগাযোগ করতে পারেননি বাবু। ২-৩ দিন পর মোবাইল ফোন অন করে বাবুকে ফোন করে তার স্ত্রী প্রতিমা জানান, নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ করে উঠতে পারেননি।

কথা ছিল ৩-৪ তারিখ নাগাদ প্রতিমা ফিরে আসবেন। এখনও ফেরেননি। কখনও ফোন অন আবার কখনও অফ। এমনকি ছেলেটিও তার টিকটক অ্যাকউন্ট ডিলিট করে দিয়েছে। ফোনও স্যুইচড অফ। বাবুর অভিযোগ, স্ত্রীকে মডেলিং করার টোপ দেখিয়ে দিল্লি নিয়ে গিয়েছেন ভিকি। পুলিশে অভিযোগ জানালে, থানা থেকে বাবুকে বলা হয়, স্ত্রীকে খুঁ'জে এনে দেওয়া তাদের কাজ নয়। খুঁ'জতে হবে তাকেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে