বিনোদন ডেস্ক : লাক্স তারকা হিসেবে শোবিজ জগতে যাত্রা শুরু করেন আজমেরী হক বাঁধন। ২০১৮ সালে চলচ্চিত্রে কাজ করার কথা ছিল এই অভিনেত্রীর। কিন্তু হঠাৎ ছবিটির শুটিংয়ের কিছু দিন পূর্বে বাঁধন কাজ করছেন না বলে জানান। তারপর থেকে তাকে ছোটপর্দাও দেখা যায়নি। তবে সম্প্রতি জানা গেছে বেশ গোপনেই একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন তিনি। বাঁধন এখন সিঙ্গেল মাদার। এই দেশে একা মায়েদের চলার পথ খুব একটা সহজ নয়।
তাই জীবন নিয়ে নতুন করেই ভেবে থাকেন অধিকাংশ মানুষ। এমনই প্রশ্ন করা হয়েছিল বাঁধনকে মানে বিয়ে করার পরিকল্পনা রয়েছে কি না বিয়ে করবেন কি না? জানতে চাইলে তিনি বলেন, আমি ফের বিয়ে করবো বা আমার লাইফে আরেকজন মানুষের প্রয়োজন এটা আমি এতো বছর ফিল করিনি। কিন্তু এখন মনে হচ্ছে কেউ একজন পাশে থাকলে ভালো হতো। এরকম না যে আমার আর আমার বাচ্চার দায়িত্ব নিতে হবে, এটা প্রয়োজন নেই। পথ চলার সময় কেউ একজন পাশে থাকলো, পাশে থেকে বলল, আছি তো তোমার সাথে- এমন হলে ভালোই হতো।
নতুন ছবি ও বর্তমান ব্যস্ততা নিয়ে বাঁধন বলেন, আমি মাঝে কিছু দিন সময় নিয়েছি। নিজেকে প্রস্তুত করেছি। আমি কখনো আমার বয়স নিয়ে লুকোচুরি করিনি। আমার বয়সনুযায়ী ভালো গল্প ও চরিত্রে অপেক্ষায় ছিলাম। অবেশেষে সেটি আমি পেয়েছি। এরমধ্যে একটি ছবির কাজ শেষ হলো। এখন আরো নতুন কিছু কাজের প্রস্তুতি চলছে। এছাড়া আমি নেই এটিও সবার ভুল ধারণা। আমি নিয়মিত বিভিন্ন সচতেনতামুলক কাজ করছি। একটি এনজিওতে উপদেষ্টা হিসেবে আছি।