বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ০৯:৩৩:৪৬

সৃজিতের সঙ্গে থাকতে ভারতীয় নাগরিকত্ব নেওয়া নিয়ে যা বললেন মিথিলা

সৃজিতের সঙ্গে থাকতে ভারতীয় নাগরিকত্ব নেওয়া নিয়ে যা বললেন মিথিলা

বিনোদন ডেস্ক : আগে কখনও কলকাতায় আসেননি, তবুও ভাগ্য তাকে শেষপর্যন্ত কলকাতাতেই নিয়ে এসে ছাড়লো। নিজের মনের মানুষকেও খুঁজে পেলেন এই কলকাতাতেই। চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জীকে সঙ্গে বিয়েটাও সেরে ফেলেছেন। কিন্তু কীভাবে সবকিছু ঘটল? এদেশে এসে কি পাকাপাকি ভাবে থাকার কথা ভাবছেন? 

এই সমস্ত নানা কথা, নিজের ভাবনা ভাগ করে নিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তিনি বলেন , হ্যাঁ- এটা এক্কেবারেই দৈব ঘটনা বলতে পারো। এর আগে আমি কলকাতায় কেন, ভারতের কোথাও যায়নি। যদিও আমার পরিবারের লোকজনের এদেশে যাতায়াত ছিল। বেশকিছুদিন আগে প্রথমবার আমি এদেশে আসি। তখন রাজস্থান বেড়াতে গিয়েছিলাম, সেটা পরিবারের সঙ্গেই। কলকাতায় আসা অর্ণবের (সঙ্গীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব) জন্যই। অর্ণব আমার ফুফাতো ভাই, তোমরা বলো পিসতুতো ভাই।

মিথিলা বলেন, ''অর্ণব, সাহানা (সাহানা বাজপেয়ী) আমার আত্মীয়। তবে সৃজিতের সঙ্গে আমার আলাপ প্রথমে ফেসবুক, তারপর হোয়াটসঅ্যাপে। অর্ণবের সঙ্গে যে কাজটা করেছিলাম, সেটা সৃজিতের সঙ্গে আলাপ হওয়ার অনেক পরে।' কলকাতায় এসে থাকতে চাইবে না? এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ''হ্যাঁ, চাই তো (হাসি)। আমার আর সৃজিতের একসঙ্গে থাকার পরিক'ল্পনা রয়েছে।'' 

এদেশের নাগরিকত্ব নিতে চাইবেন? এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, এটা খুবই জটিল একটা বিষয়। তাই এখনই ভাবতে চাই না। ১১/১২ বছর সময় লেগে যাবে হয়ত। অনেক আইনি জ'টিলতা। ভবিষ্যতে দেখা যাবে। তাছাড়া নাগরিকত্ব আদৌ বদ'লাবো কিনা সিদ্ধান্তও নিইনি। আপাতত ঠিকভাবে ভিসা পেলেই হবে।

মিথিলা বলেন, আমার মেয়ে আইরা জন্মের পর থেকে আমার কাছেই বেশিরভাগ সময় থাকে। আমিই ওর প্রাইমারি অভিভাবক। ও এখন খুবই ছোট। তবে আইরার সঙ্গে ওর বাবারও (সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান) নিয়মিত যোগাযোগ আছে। ওকে ওর বাবা নিয়ে যায়। ওরা বেড়াতেও যায়। কিছুদিন আগেও আইরা ওর বাবার কাছে গিয়েছিল। তবে ভবিষ্যতে ও কী করবে, কার কাছে থাকবে, সেটা আইরা বড় হয়ে নিজে সিদ্ধান্ত নেবে। ভবিষ্যতে সেটা দেখা যাবে।

তিনি বলেন, সবকিছুই আইরা বড় হওয়ার পর ওর নেওয়া সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এখন কিছুই জানি না। আমার নাগরিকত্ব আদৌ বদলাবো কিনা সেটাও ভেবে দেখবো। আমি তো নিজেকে গ্লোবাল নাগরিক বলে মনে করি। তবে আমি কলকাতায় এসে থাকা শুরু করলে আইরাও আমার সঙ্গে কলকাতায় থাকবে। সূত্র : জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে