বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ০৯:৩৯:৩১

ধর্মের ভিত্তিতে কিছু করা ঠিক নয় : ভারতে নাগরিকত্ব আইনের বিরো'ধিতায় মিথিলা

ধর্মের ভিত্তিতে কিছু করা ঠিক নয় : ভারতে নাগরিকত্ব আইনের বিরো'ধিতায় মিথিলা

বিনোদন ডেস্ক : আগে কখনও কলকাতায় আসেননি, তবুও ভাগ্য তাকে শেষপর্যন্ত কলকাতাতেই নিয়ে এসে ছাড়লো। নিজের মনের মানুষকেও খুঁজে পেলেন এই কলকাতাতেই। চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জীর সঙ্গে বিয়েটাও সেরে ফেলেছেন মিথিলা। 

সম্প্রতি ভারতের নাগরিকত্ব সংশো’ধনী আইন নিয়ে সেদেশে একটা বিতর্ক চলছে। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া নিয়ে একটা বিতর্ক রয়েছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে মিথিলা বলেন, আমি শুধু এটুকুই বলব, ধর্মের ভিত্তিতে কিছুই হওয়া ঠিক নয়।

গান করা নিয়ে মিথিলা বলেন, ছোটবেলা থেকেই গান শিখেছি। সিনেমা, নাটকেও গান গেয়েছি। আমি তো লিরিকও লিখি। তবে এখন আর সেভাবে করে উঠতে পারি না। বহুদিন ঠিক করে গান করা হয় না। তাই নিজেকে এই মুহূর্তে ঠিক সঙ্গীতশিল্পী বলে ভাবতে পারছি না। মা হওয়ার পর মেয়েকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়ি, যে ওইদিকটা ঠিক নজর দিতে পারি না। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে