রবিবার, ১৫ মার্চ, ২০২০, ০৯:০৬:১৮

আদালতের কাঠগড়ায় বাবাকে দেখে কাঁদলেন কণ্ঠশিল্পী মিলা

আদালতের কাঠগড়ায় বাবাকে দেখে কাঁদলেন কণ্ঠশিল্পী মিলা

বিনোদন ডেস্ক : আদালতের কাঠগড়ায় বাবাকে দেখে অপমানে কাঁদলেন মিলা। আদালত থেকে বাসায় ফিরে ''লজ্জিত হও'' শিরোনামে লিখলেন কবিতা। কবিতাটি নিজের ফেসবুকে পোস্টও করেছেন। রোববার দুপুরে জানালেন, বাবার অপমান সইতে না পেরে কবিতার আশ্রয় নিয়েছেন তিনি।

বললেন, কবিতা এমনই একটা মাধ্যম, যা দিয়ে অনেক কিছুই বলা যায় অকপটে। প্রচ'ণ্ড ক্ষো'ভ, য'ন্ত্র'ণা, ল'জ্জা, অ'পমান থেকে কবিতাটি লিখেছি। বিয়ের তথ্য গোপনের অভিযোগে সাবেক স্বামী এস এম পারভেজ সানজারির করা মামলায় জামিন পেয়েছেন সংগীতশিল্পী মিলা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গত বুধবার এই জামিন মঞ্জুর করেন। 

আদালত সূত্র বলেছে, এই মামলায় মিলা ও তার বাবা শহীদুল ইসলাম বুধবার ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তাপস চন্দ্র দাস।

মিলা বলেন, কবিতাটা আমি লিখতে চাইনি। বাধ্য হয়েছি। বাবাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে দেখে আমি সবচেয়ে বেশি আ'ঘা'ত পেয়েছি। বাবাকে প্রতা'রণার মামলায় জড়ানো হলো! সবকিছু মেনে নেওয়া যায়, কিন্তু মেয়ের সামনে বাবা অ'পমা'নিত হচ্ছে—এ দৃশ্য দেখা অসম্ভব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে