মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০, ০৫:০১:১৬

করোনার ধা'ক্কায় বলিউডে ৫০০-৮০০ কোটির ক্ষ'তি

করোনার ধা'ক্কায় বলিউডে ৫০০-৮০০ কোটির ক্ষ'তি

বিনোদন ডেস্ক : করোনা নিয়ে ক'ড়া সতর্কতা জা'রি হলিউড, বলিউড তথা টলিউডে। বন্ধ শুটিং, বা'তিল সমস্ত কাজ। বিশ্বজু'ড়ে তারকারা আপাতত বিরতিতে রয়েছেন, তবে সেল‌ফ কোয়ারেন্টাইনে। অন্যান্য ক্ষেত্রের মতো বিনোদুনিয়াতেও যে বড়সড় আর্থিক ধ্ব'স নামতে চলেছে, তা বলাই বাহুল্য। সবচাইতে ক্ষ'তিগ্র'স্থ হবে কলাকুশলীরা।

যারা দিনরাত খেটে পরিচালকের ভাবনাকে পর্দায় ফুটিয়ে তুলতে সাহায্য করেন। আর তাই সে সমস্ত স্পটবয়, সহকারী-কলাকুশলীদের আর্থিক সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড পরিচালকরা। বলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় হাজার হাজার স্পটবয়, লাইট অ্যাসিস্ট্যান্ট, সেট-শিল্পীরা রয়েছে, যারা রোজ ৮ ঘণ্টার শিফট হিসেবে পারিশ্রমিক পান। যা ভেঙে বললে দাঁড়ায়, 'নো ওয়ার্ক নো পে!'

কয়েকদিন ইন্ডাস্ট্রি বন্ধ থাকলে সেই মানুষগুলি সবথেকে বেশি ক্ষ'তির সম্মুখীন হবে। দিন দুয়েক পর দু'বেলা খাবার জোগাড় করাও হয়তো তাদের জন্য ক'ঠিন হয়ে দাঁড়াবে। রবিবার ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসর্স অ্যাসোসিয়েশন, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এবং ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন-এর সান্ধ্যকালীন বৈঠকে ৩১ মার্চ অবধি শুটিং ব'ন্ধ রাখার নির্দে'শ দেওয়ার পরই বলিউড পরিচালক সুধীর মিশ্রই প্রথম জুনিয়র টেকনিশিয়ানদের আর্থিক সাহায্যের জন্য একটি তহবিল গড়ার প্রস্তাব পেশ করেন।

এদিন সুধীর সোশ্যাল মিডিয়ায় এই প্রস্তাব রাখায় তাতে সমর্থন জানিয়েছেন অনুরাগ কাশ্যপ, অনুভব সিনহা, বিক্রমাদিত্য মোতওয়ানির মতো পরিচালকরা। অন্যদিকে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত জানিয়েছেন তাদের সংগঠনের তরফে ইতিমধ্যেই জুনিয়র টেকনিশিয়ানদের জন্য রেশন বরাদ্দ করা হয়েছে। উপরন্তু অশোক নিজেও সুধীর, অনুরাগ, অনুভব, বিক্রমাদিত্যকে আহ্বান জানিয়েছেন যে তারা সাহায্য করতে চাইলে সেই তহবিলেই অর্থ দান করতে পারবেন।

আগামী ৩১ মার্চ অবধি সিনেমা, ওয়েবসিরিজ কিংবা ধারাবাহিক, যাবতীয় শুটিংয়ের উপর নিষে'ধা'জ্ঞা জারি হওয়ায় এবং একাধিক বিগ বাজেটের ছবির মুক্তি পিছিয়ে যাওয়ায় ব'ড়স'ড় লোকসানের মুখে বিনোদন ইন্ডাস্ট্রি। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, করোনার ধা'ক্কায় বলিউডে প্রায় ৫০০ থেকে ৮০০ কোটি টাকার ক্ষ'তি হতে চলেছে। যার প্রভাব বেশ সুদুরপ্রসারী হবে বলেই মন করছেন তারা। আগামী ১৯ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে বলিউডের সমস্ত সেটে লা'গু হবে নির্দে'শিকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে