বুধবার, ১৮ মার্চ, ২০২০, ০৬:৪০:৩৩

বঙ্গবন্ধুকে নতুন ছবি 'কমান্ডো' উৎসর্গ করলেন দেব

বঙ্গবন্ধুকে নতুন ছবি 'কমান্ডো' উৎসর্গ করলেন দেব

বিনোদন ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ওপার বাংলা জনপ্রিয় নায়ক দেব তার নতুন ছবি 'কমান্ডো' উৎসর্গ করার ঘোষণা দেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি পোস্ট দিয়েছেন।

তৃণমূল কংগ্রেসের এই সাংসদ এবং তারকা অভিনেতা লেখেন, বঙ্গবন্ধু বাংলার, বঙ্গবন্ধু বাঙালির, বঙ্গবন্ধু বিশ্বের, বঙ্গবন্ধু মানুষের, বঙ্গবন্ধু মাটির। জন্ম শতবার্ষিকীতে সেই মহান নেতার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে উৎসর্গিত চলচ্চিত্র 'কমান্ডো'।

দেবের পাশাপাশি 'কমান্ডো' ছবির পরিচালক শামীম আহমেদ রনি নিজেও একই কথা লিখেছেন তার ফেসবুকে। শাপলা মিডিয়ার প্রযোজনায় ১১ মার্চ থেকে কলকাতায় শুটিং শুরু হয়েছে 'কমান্ডো' ছবির। সেখান থেকে পরিচালক শামীম আহমেদ রনি জানান, ১১ তারিখ থেকে কলকাতায় শুরু হয়েছে 'কমান্ডো'র শুটিং। শেষ ৩-৪ দিন সারারাত ধ'রে শুটিং করছি। দেবসহ ইউনিটের প্রত্যেকেই ক'ঠোর পরিশ্রম করে কাজ করছি।

করোনা ভাইরাসের প্র'ভাবে আপাতত বুধবার থেকে শুটিং ব'ন্ধ থাকবে বলে জানান মেন্টাল, বসগিরি, শাহেনশাহ নির্মাণ করে আলোচনায় আসা নির্মাতাপরিচালক রনী। তিনি বলেন, কাল থেকে ৩০ মার্চ পর্যন্ত সমগ্র ইন্ডিয়াতে সব সিনেমা শুটিং ব'ন্ধ রাখা হচ্ছে। তারপর আবার কলকাতার শান্তি নিকেতনে শুটিং করবো। পশ্চিমবঙ্গের কাজ শেষ করে বাংলাদেশে ২০ এপ্রিল থেকে শুটিংয়ের পরিকল্পনা করেছি।

'কমান্ডো' ছবির মাধ্যমে প্রথম বাংলাদেশের একক প্রযোজিত ছবিতে কাজ করছেন দেব। তার বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের জাহারা মিতু। তিনি শুটিংয়ের ফাঁকে বলেন, লোহার ছোট ছোট সিঁড়ি বেয়ে উপরে উঠে ঝুঁ'কিপূর্ণ কয়েকটি দৃশ্যের কাজ করেছি। যতক্ষণ পারফেক্ট কাজ বেরিয়ে না আসছে, ততক্ষণ ক্যামেরার সামনে থাকতে হচ্ছে। খুবই পেশাদার মনোভাব নিয়ে কাজ করছি। শ্রম ও মেধা দিয়ে কাজ করছি। আশা রাখি, ছবি দেখার পর দর্শকরাই সুফল দেবেন।

এদিকে, 'কমান্ডো'র শুটিং শুরুর পর প্রকাশ্যে এসেছে 'কমান্ডো'র ফার্স্ট লুক। যা সোশাল মিডিয়ায় বেশ প্রশংসিত ও হয়েছে। সেলিম খানের প্রযোজনায় শামীম আহমেদ রনির সপ্তম ছবি 'কমান্ডো'। চলতি বছর ঈদুল আযহায় মুক্তি টা'র্গেট করে কমান্ডো'র শুটিং হচ্ছে। দেব-মিতু ছাড়াও ছবিতে কলকাতার বেশ কিছু শিল্পী কাজ করছেন। আরও আছেন বাংলাদেশের মাজনুন মিজান, ফলজুর রহমান বাবু, শিবা শানু প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে