শনিবার, ২৮ মার্চ, ২০২০, ০৬:৪৪:৩২

করোনার 'ওষুধ' বেচতে গিয়ে গ্রেপ্তার জনপ্রিয় আয়রন ম্যান-অভিনেতা

করোনার 'ওষুধ' বেচতে গিয়ে গ্রেপ্তার জনপ্রিয় আয়রন ম্যান-অভিনেতা

বিনোদন ডেস্ক : করোনা ভাইরাসের 'ওষুধ' বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন আয়রন ম্যান টু সিনেমার অভিনেতা কেথ লরেন্স মিডিলব্রুক। বুধবার যুক্তরাষ্ট্রের লস আঞ্জেলেস থেকে তাকে গ্রেপ্তার করে এফবিআই। ক্রেতা সেজে, ফাঁ'দ পেতে মিডিলব্রুককে গ্রেপ্তার করা হয়। করোনা আক্রা'ন্তদের দ্রুত সারিয়ে তোলার ভুয়া ওষুধ বিক্রির অভিযো'গ ছিল।

১৬ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবেন মিডিলব্রুক। দো'ষী সাব্য'স্ত হলে ২০ বছর পর্যন্ত কারাদ'ণ্ড হতে পারে তার। যুক্তরাষ্ট্রে ব্যা'পক হা'রে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ইতোমধ্যেই দেশটিতে রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। দেশটিতে মোট মৃ'তের সংখ্যা ১ হাজার ৫৪৩ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রা'ন্তের দেশ এখন যুক্তরাষ্ট্র। শুক্রবার পর্যন্ত দেশটিতে আক্রা'ন্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রই প্রথম দেশ যেখানে কোভিড-১৯ এ আক্রা'ন্ত রোগীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ২৫৬ জন। মৃত্যুর সংখ্যাও বাড়ছে হু হু করে। মা'রা গেছে ১ হাজার ৭০৪ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে