বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২০, ১০:৪৩:৫৫

দীর্ঘ প্রেম, তিনবার বিয়ে, অতঃপর…

দীর্ঘ প্রেম, তিনবার বিয়ে, অতঃপর…

বিনোদন ডেস্ক: প্রত্যাশা জাগিয়েও বলিউডে যে নায়িকাদের ক্যারিয়ার দীর্ঘ হয়নি, তাদের মধ্যে অন্যতম সালমা আগা। আশি ও নব্বই দশকের এই জনপ্রিয় নায়িকা সময়ের আগেই হা'রিয়ে যান ইন্ডাস্ট্রি থেকে।সালমা আগার জন্ম ১৯৬৪ সালের ২৯ অক্টোবর। পাকিস্তানের করাচিতে। তার বাবা লিয়াকত গুল আগা ছিলেন মূল্যবান পাথর ও অ্যান্টিক ব্যবসায়ী। ইরান থেকে তিনি উপাধি পেয়েছিলেন ‘আগা’। 

প্রাচীন পারস্যে এই উপাধি দেওয়া হত সম্পন্ন বণিকদের। জন্ম করাচিতে হলেও সালমার শৈশব ও কৈশোরের বড় অংশ কেটেছে লন্ডনে। ব্রিটিশ নাগরিকত্বও রয়েছে তার।সালমার দিদিমা আনোয়ারি বিবি ছিলেন ভারতীয় চলচ্চিত্রের প্রথম দিকের নায়িকা। তার প্রথম স্বামী রফিক গাঞ্জাভি ছিলেন সুরকার। মেয়ের জন্মের পর রফিকের সঙ্গে বিচ্ছে'দ হয়ে যায় আনোয়ারি বাঈ বেগমের। তিনি বিয়ে করেন ব্যবসায়ী যুগলকিশোর মেহরাকে। আনোয়ারিকে বিয়ে করবেন বলে পরিবারের বিরু'দ্ধে গিয়ে ধর্মা'ন্তরিত হন যুগলকিশোর। তার নতুন নাম হয় আহমেদ সালমান।
বলিউডের বিখ্যাত কাপুর পরিবারের দূর সম্পর্কের পরিজন ছিলেন যুগলকিশোর। কিন্তু ধর্মা'ন্তরিত হয়ে বিয়ে করার কারণে তার সঙ্গে সব সম্পর্ক ছি'ন্ন করেছিল কাপুর পরিবার।

আশি ও নব্বইয়ের দশকের বলিউড নায়িকাদের মধ্যে অন্যতম ছিলেন  সালমা। ১৯৮২ সালে মুক্তি পায় তার প্রথম ছবি ‘নিকাহ’। রাজ বব্বরের বিপরীতে এই ছবিতে সালমার অভিনয় প্রশংসিত হয়। এই ছবিতে প্লেব্যাক সিঙ্গারও ছিলে‌ন তিনি। নায়িকা ও গায়িকা, দু’টি ভূমিকাতেই পুরস্কৃত হন সালমা আগা।১৯৮৪ সালে মুক্তি পায় মিঠুন চক্রবর্তী ও সালমা আগার ছবি ‘কসম প্যায়দা করনে ওয়ালে কি’। এই ছবিতে তার গলায় ‘কাম ক্লো'জার’ খুবই জনপ্রিয় হয়।

সালমার ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য অন্যান্য ছবি হল ‘জঙ্গল কি বেটি’ এবং ‘মহাবীর’। ইন্ডাস্ট্রিতে সালমা ফিরিয়ে এনেছিলেন পুরনো ট্রে'ন্ড। নিজের সিনেমায় প্লেব্যাকও করতেন তিনি। কিন্তু বেশি দিন অভিনয় করেননি সালমা। ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকে হা'রিয়ে যান এই নায়িকা-গায়িকা।

আশির দশকের শুরুতে লন্ডনের ব্যবসায়ী আয়াজ সিপ্রার সঙ্গে দীর্ঘ দিন সম্পর্ক ছিল সালমা আগার। তবে তাদের সম্পর্ক বিয়েতে রূপা'ন্তরিত হয়নি। প্রেম ভে'ঙে যাওয়ার কিছুদিন পরে সালমা বিয়ে করেন পাকিস্তানের অভিনেতা-পরিচালক-প্রযোজক জাভেদ শেখকে। কিন্তু তাদের বিয়ে ছিল স্বল্পস্থায়ী।

জাভেদের সঙ্গে বিচ্ছে'দের পরে সালমা ১৯৮৯ সালে বিয়ে করেন পাকিস্তানের স্কোয়াশ প্রশিক্ষক এবং প্রাক্তন স্কোয়াশ খেলোয়াড় রেহমত খানকে। তাদের দুই সন্তান। মেয়ের নাম সাশা আগা। ছেলের নাম লিয়াকত আলি খান।২০১০ সালে ভে'ঙে যায় সালমার দ্বিতীয় বিয়ে। পরের বছর তিনি বিয়ে করেন দুবাইয়ের ব্যবসায়ী মনজর খানকে। তিনি এখন দুবাইয়ে থাকেন। সালমা তার মেয়ে সাশাকে নিয়ে থাকেন মুম্বাইয়ে।

সালমার মেয়ে সাশা চেষ্টা করছেন বলিউডে পায়ের নীচে জমি মজ'বুত করার। ২০১৩ সালে তিনি প্রথম অভিনয় করেন ‘আওরঙ্গজেব’ ছবিতে। যশরাজ ফিল্মসের ব্যানারে এই ছবিতে সাশার বিপরীতে নায়ক ছিলেন অর্জুন কাপুর।

ভারতে থেকে কাজ করার ক্ষেত্রে যাতে তিনি জ'টিলতা এ'ড়াতে পারেন, সে দিকে ন'জর রেখে কয়েক বছর আগে ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ বা ওসিআই কার্ড দেওয়া হয়েছে ব্রিটিশ নাগরিক সালমা আগাকে। সূত্র: আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে