শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২০, ০৪:৪২:০৪

এটা ধর্মীয় জামায়েত করার সময় নয়, দয়া করে ভাইরাস ছড়াবেন না : এ আর রহমান

এটা ধর্মীয় জামায়েত করার সময় নয়, দয়া করে ভাইরাস ছড়াবেন না : এ আর রহমান

বিনোদন ডেস্ক : ''এটা ধর্মীয় জামায়েত করার সময় নয়! দয়া করে ভাইরাস ছড়াবেন না'', মন্তব্য অস্কারজয়ী কণ্ঠশিল্পি এ আর রহমানের। দিল্লির নিজামুদ্দিন মারকাজে তবলিঘি জামাত নিয়ে উত্তাল গোটা ভারত। মুসলিমদের এই ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন প্রায় ৯ হাজার মানুষ। যাদের মধ্যে সিংহভাগের শরীরেই থাবা বসিয়েছে করোনা। যার জেরে আরও আক্রা'ন্ত হওয়ার আশ'ঙ্কা করা হচ্ছে। 

নিজামুদ্দিন কা'ণ্ডেরই তী'ব্র স'মালো'চনা করে মুখ খুললেন বিশ্বের খ্যাতনামা সংগীতকার এ আর রহমান। রহমানের কথায়, ''এমন কঠিন পরি'স্থিতি জামায়েত করার সময় নয়। আল্লা আপনার অন্তরেই রয়েছেন, তাই এসময়ে ধর্মীয় স্থানে একত্রিত হয়ে আর বি'পদ ডেকে আনবেন না। ধর্মীয়সভার পরিবর্তে দয়া করে সরকারের উপদেশাবলী শুনুন। কয়েক সপ্তাহের সেলফ আইসোলেশন হয়তো আপনার আয়ু বাড়াতে পারে।''

ডাক্তার-নার্স তথা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলকেই ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ''ভাইরাস ছড়িয়ে মানুষের বি'পদের কারণ হবেন না। আপনি হয়তো নিজে সং'ক্রা'মিত নাও হতে পারেন। কিন্তু আপনার অজান্তেই আপনি এই ভাইরাসের বাহকও হতে পারেন। কাজেই এমনটা ভাবার দরকার নেই যে আপনি এই ভাইরাসে সং'ক্রা'মিত নন। আর এই সময়ে ভুয়ো খবর ছড়িয়ে আত'ঙ্ক-উদ্বে'গ বাড়াবেন না।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে