মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ০৬:৪৭:২৮

করোনা বুঝিয়ে দিল টাকা ও ক্ষমতা কিচ্ছু না : প্রসেনজিৎ

করোনা বুঝিয়ে দিল টাকা ও ক্ষমতা কিচ্ছু না : প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক : ''লোকে বলে, 'আই অ্যাম সুপ্রিম! আমার অনেক টাকা আছে!' এ সব টাকা, ক্ষমতা কিচ্ছু না, বুঝিয়ে দিল এই করোনা, এই নববর্ষ।' করোনায় আক্রা'ন্ত নববর্ষের অনুভূতি জানাতে গিয়ে এভাবেই বললেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী।

কলকাতার আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, 'ভাবিনি, কোনো দিন এ রকম পয়লা বৈশাখ কাটাতে হবে। শুধু বাঙালি হিসেবে নয়, সারা বিশ্ব এই করোনার ত্রা'সে কেঁ'পে উঠছে। না দেখা, না চেনা ''বায়ো'লজি'ক্যাল ওয়ার''। কী ভ'য়ান'ক যু'দ্ধ! এই যু'দ্ধে আমি আমার শ'ত্রুকে চিনি না।'

তিনি আরও বলেন, ''দু'জন আছেন— এক জন ঈশ্বর, আর এক জন প্রকৃতি। তারাই পারবেন কিছু করতে। সারা বিশ্বের মানুষ এখন ঈশ্বরকে ডাকছে। অনেক সময় দিতে পারছি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করার। আর প্রকৃতির প্রতি শ্রদ্ধা বেড়ে গিয়েছে আমাদের।''

করোনা প্রাকৃতিক আহবান দাবি করে এ নায়ক বলেন, ''আমি কাউকে দো'ষ দিচ্ছি না কিন্তু। আসলে পৃথিবীটা মেকানিক্যাল হয়ে গিয়েছিল। মানুষও সে রকম ভাবে জীবন কাটাচ্ছিল। এটাই বাস্তব। পাশের মানুষটা পাশের ঘরে থাকলে উঠে গিয়ে কথা বলি না আর। হোয়াটসঅ্যাপ করি। আর তো সেই চিঠির গন্ধ পাই না! চিঠি আসার অপেক্ষাও নেই। লকডাউনের পরবর্তী জীবন হয়তো এইগুলো থেকে আমাদের সরিয়ে আনবে।''

এবারের বৈশাখ নিয়ে তিনি বলেন, ''আজ নতুন জামার গন্ধ নেই। আনন্দের হাসি নেই। হাসির রোল নেই আমার শহরে। পাঞ্জাবি আর শাড়িরা আজ গৃহব'ন্দি। আছে তো কেবল বৈশাখের হাওয়া, যা বলে যাচ্ছে পরের বৈশাখে বাঙালি নববর্ষকে বদলে যাওয়া জীবনের আলোয় আবার সাজিয়ে তুলবে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে