বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। একের পর এক হিট ছবি করে কয়েক দশক ধরে দর্শকদের মন জয় করে আসছেন। কখনো ব্লক বাস্টার ছবি বা অন্য কোনো কারণে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন। করোনার কারণে ভারত জুরে লকডাউনের মধ্যে গরিবদের তিন বেলা খাইয়ে ফের আলোচনায় এসেছেন এ জনপ্রিয় তারকা।
প্রসংশা কুড়িয়েছেন নেটিনজারদের। তার প্রসংশায় পঞ্চমুখ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও। বিবিসি জানিয়েছে বলিউড তারকা শাহরুখ খান মহারাষ্ট্রের স্বাস্থ্যকর্মীদের জন্য ২৫ হাজার ব্যক্তিগত সুর'ক্ষা সরঞ্জাম (পিপিই) দেওয়ার ঘোষণা দিয়েছেন। ৫৪ বছর বয়সী এই তারকা ভারত লকডাউনের পর গত মাসে নানা উদ্যোগ ঘোষণা দিয়েছেন।
যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিনামূল্যে খাবার বিতরণ ও কোভিড-১৯ রোগীদের জন্য নিজের চারতলা অফিস দেয়া। ৯০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। মহামা'রী মো'কাবিলায় শাহরুখের বার্তা, যেখানে মানুষ স'ঙ্ক'টে সেখানে মানবতাই শ্রেষ্ঠ ধর্ম।