বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ০৯:৫৫:৪৪

'সিস্টেমটা ভাইঙ্গা পড়তে দিয়েন না , জোড়াতালি দিয়া হইলেও ঠেকা দেন'

'সিস্টেমটা ভাইঙ্গা পড়তে দিয়েন না , জোড়াতালি দিয়া হইলেও ঠেকা দেন'

মোস্তফা সরয়ার ফারুকী  : সিস্টেমটা ভাইঙ্গা পড়তে দিয়েন না, ভাই ও বোনেরা। আমাদের অবস্থা হইছে মাঝ দরিয়ায় ঝড়ে পড়া জাহাজের যাত্রীর মতো। আমরা জানি এইটা ওল্ড মডেলের জাহাজ, ইঞ্জিনে সম'স্যা আছে, পর্যাপ্ত লাইফ জ্যাকেট নাই, নাবিকেরা কেউ কেউ খুবই অদক্ষ, প্রচুর ভুল সিদ্ধান্ত নিয়েছে তারা।

কিন্তু এখনই সময় একে অন্যকে সাহায্য করার, একে অন্যের ভুলের ড্যামেজ কনট্রোল করার, সবাই মিলে হালটা ধ'রার। নইলে জাহাজ ডুবলে খারাপ নাবিক আর ভালো যাত্রী এক সলিলে ডুববো। সিস্টেমটা তাই ভাই'ঙ্গা পড়তে দিয়েন না। জোড়াতালি দিয়া হইলেও ঠেকা দেন। হে কাপ্তান, হে যাত্রী সকল!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে