বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ০৪:৩২:১২

মসজিদে না গিয়ে ঘরেই আল্লাহকে ডাকুন: সালমান খান

মসজিদে না গিয়ে ঘরেই আল্লাহকে ডাকুন: সালমান খান

বিনোদন ডেস্ক : করোনা থেকে বাঁচতে মসজিদে না এসে ঘরে নামাজ পড়তে আহ্বান জানিয়েছেন বলিউড ভাইজান সালমান খান। ভিডিওবার্তায় তিনি বলেছেন, আল্লাহ সবখানে আছেন। তাই পরিবারের সঙ্গে ঘরে বসে নামাজ পড়লেও তাকে পাওয়া যাবে। এই সং'ক'টময় সময়ে নিয়ম মানুন। লকডাউন ভেঙে মসজিদে আসার দরকার নেই। ঘরেই আল্লাহকে ডাকুন।

এরপরই পুলিশ এবং চিকিৎসকদের ওপর ভারতীয়দের পাথর ছোঁ'ড়ার প্রতিবা'দ জানান সালমান। যে সব ভারতীয় এমন ন্যা'ক্কারজ'নক কাজ করেছেন তাদের ধি'ক্কার জানিয়েছেন ভিডিওতে। তিনি বলেন, ডাক্তাররা সবার জীবন বাঁচাতে এসেছেন। নার্সরা সেবা করছেন অক্লান্ত ভাবে। আর আপনারা তাদের ওপর পাথর ছুঁড়ে মা'রছেন! এমন আ'ক্র'মণের পর এই ডাক্তাররা যদি চিকিৎসা করবেন না বলে হাত-পা গুঁটিয়ে ফেলেন তবে করোনা রোগীর কি হবে? রোগ দূর হবে কীভাবে?

সালমান বলেন, প্রশাসন রাস্তায় অকারণে ঘুরতে থাকা মানুষদের ঘরে পাঠাচ্ছেন তাদের সুস্থ থাকার জন্য। তারা আপনাদের ভালোর জন্য করছেন এটা। আর আপনারা তাদের ওপর চড়াও হচ্ছেন! পাথর ছুঁড়ছেন! এভাবে তাদের ওপর অ'ত্যা'চার চালানোর অধিকার নেই কারোর। প্রশাসনের কথা শুনে লকডাউন না মানলে প্রয়োজনে দেশ এবং দেশবাসীর স্বার্থে সেনাবাহিনী নামাতে হবে। জনগণ আর ভক্তদের প্রতি এমন ক্ষো'ভ ঝে'ড়ে করোনার কারণে নিজের অসহায়ত্বের কথাও তুলে ধরেন এই সুপারস্টার। ভিডিওবার্তা দেখুন..

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে