বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ০৭:১৭:০২

ত্রাণ নয়, ভালোবাসার প্রতিদান দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি : পপি

ত্রাণ নয়, ভালোবাসার প্রতিদান দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি : পপি

বিনোদন ডেস্ক : যে যার স্থান থেকেই করোনা মহামা'রির দিনে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, অসহায় মানুষের মধ্যে ত্রান বিতরণ করছেন। এমন মানুষদের সঙ্গে নাম লিখিয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিও। সারাদেশে লকডাউন চলছে। বর্তমানে খুলনা নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছেন পপি।

বাংলা নতুন বছরে তিনি খুলনায় অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। তবে এই সহায়তাকে ত্রান বলতে চান না পপি। তার মতে এটি হলো রিটার্ন অফ লাভ। মূলত মানুষের কাছ থেকে পাওয়ার ভালোবাসার কিছুটা প্রতিদান দেওয়ার চেষ্টা করে চলেছেন তিনি। এর আগে করোনা থেকে মুক্তির জন্য গ্রামের বাড়ি খুলনায় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম দিয়েছেন পপি। পাশাপাশি নিজের এলাকায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন এই নায়িকা।

পপি বললেন, ''আমি মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এটাকে ত্রাণ কিংবা সহায়তা না বলে 'রিটার্ন অফ লাভ' বলা যেতে পারে। অভিনেত্রী হিসেবে সবার কাছে অনেক ভালোবাসা পেয়েছি। তারই কিছুটা প্রতিদান দেওয়ার চেষ্টা করছি, যদিও ভালোবাসার কোনো প্রতিদান হয় না। সবাই বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন এবং পরিবারকেও নিরাপদে রাখুন।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে