বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্র ও নাটকের খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান টানা চার মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন গত আগস্ট মাসে। তার বাড়ি ফেরার সাত মাস হলেও মিডিয়ার কোন মানুষ তার খোঁজ নেয়নি বলেই আজ জানালেন এটি এম শামসুজ্জামানের স্ত্রী রুনী জামান।
রুনী জামান জানান, এই সাত মাসে কেবল গণমাধ্যমের কিছু সাংবাদিকরাই উনার খোঁ'জ খবর নিয়েছেন এর বাইরে মিডিয়ার কোন মানুষ দেখতে আসেননি, ফোন করেও কেউ খোঁ'জ খবর নেননি। আক্ষে'প করে রুনী জামান বলেন, ''যে মিডিয়াতে সারা জীবন কাজ করেছেন তিনি সেখানকার মানুষরাই তাকে ভুলে গেছেন। একবারও খোঁজ নেয়নি কেমন আছে মানুষটি।''
এর আগে গত বছর ২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিলো এটিএম শামসুজ্জামানকে। এরপর ১৫ জুন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানেই চলে তার চিকিৎসা। হাসপাতারে শুধু বেডের ভাড়া মওকুফ ছিলো। চিকিৎসা খরচ পরিবারকেই বহন করতে হয়েছে বলে জানান রুনী জামান।
করোনা ভাইরাসের এই পরি'স্থিতিতে এটিএম শামসুজ্জামান কেমন আছেন সে খোঁজ নিতেই কথা হয় রুনী জামানের সঙ্গে। তিনি বলেন, বয়স হয়ে গেছে তার। এখন তো একেবারে ব'ন্দি জীবন যাপন করছেন। দেশের এই পরি'স্থিতি নিয়ে তিনিও চি'ন্তিত। চি'ন্তিত নিজেকে নিয়েও। পরে এটি এম শামসুজ্জামানের সাথে কথা হয়।
কান্না জড়ানো কণ্ঠে বরেণ্য এই অভিনেতা বলেন, ''এতো নিঃ'স'ঙ্গ হয়ে যাবো কখনও ভাবিনি। জীবনের এই পর্যায়ে এসে পরিবার ছাড়া কাওকেই পাশে পাচ্ছিনা। এতোটা সময় যাদের দিলাম। তাদের কেউ আমি বেঁচে আছি না মরে গেছি সে খবরও রাখেনা। কেবল মৃত্যুর গু'জব উঠলে কিছু মানুষ ফোন করে।''