রবিবার, ১৯ এপ্রিল, ২০২০, ১১:৩৩:৪২

এ যাত্রায় বেঁচে গেলে দেশে ফিরে সবাইকে জড়িয়ে ধ'রে কাঁদবেন প্রবাসী শিল্পীরা

এ যাত্রায় বেঁচে গেলে দেশে ফিরে সবাইকে জড়িয়ে ধ'রে কাঁদবেন প্রবাসী শিল্পীরা

বিনোদন ডেস্ক : করোনা ভাইরাস আত'ঙ্কে স্থ'বির পুরো বিশ্ব। আক্রান্তের তালিকায় বাংলাদেশও ঝুঁ'কিপূর্ণ অবস্থানে রয়েছে। সং'ক্র'মণ রোধে দেশের চিকিৎসক, পুলিশ, সাংবাদিক, সেনাসহ অন্যান্য আইনশৃ'ঙ্খলা বাহিনীর সদস্যরা অক্ল্যা'ন্ত পরিশ্রম করে যাচ্ছে। এ যেন অদেখা শ'ত্রুর সঙ্গে যু'দ্ধের ম'হড়া। মহামা'রি এই দুর্যো'গের সময়ে প্রবাসে বসেও নিজের দেশকে ভোলেননি প্রবাসী শিল্পীরা।

তাইতো এই যু'দ্ধে সরাসরি লড়া'ই করা যো'দ্ধাদের উৎসর্গ করে কখনও কবিতা কখনও ভিডিও বার্তা কখনও আবার অন্য কোনো ভাবে উৎসাহ যোগাচ্ছেন। এই তালিকায় সম্প্রতি নাম লেখিয়েছেন প্রবাসে থাকা অন্তত ২২জন শোবিজ তারকা। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা প্রায় ৪ মিনিটের এ ভিডিও বার্তা সামনে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন শহরে গৃহব'ন্দি থেকে ভিডিওটি বানাতে সাহায্য করেছেন ২২জন প্রবাসী শিল্পী।

''এ যাত্রায় বেঁচে গেলে, ভী'ষণ করে বাঁচবো। সবাইকে জড়িয়ে ধ'রে, অনেক করে কাঁ'দবো। এ যাত্রায় রে'হাই যদি পাই, অন্যের কথা ভাববো। যার যেখানে অংশ আছে, হিসাবগুলো চু'কিয়ে দেবো। আর যদি নাই বাঁচি, যদি হা'রিয়েই যাই ঐ এক একাকী অন্ধ'কারে। অন্তত দূর আকাশের চাঁদ হয়ে, যতটুকু পারি আলো ছড়াবো।'' যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেত্রী নওশীনের ভাবনা এবং সহস্র সুমনের লেখা হৃদয় মর্ম'স্পর্শী এই কবিতাটির ভিডিও পরিচালনা করেছেন টনি ডায়েস। ভিডিওতে আলাদা মাত্রা যোগ করতে এর আবহসঙ্গীত করেছেন মারভিন অধিকারী।

ক্যামেরার সামনে কবিতাটির আবৃত্তি করেছেন তানিয়া আহমেদ, মোনালিসা, রুমানা, জামাল উদ্দিন হোসেন, মিলা হোসেন, শামীম শাহেদ, শিরিন বকুল, শ্রাবন্তী, কাজী উৎপল, তমালিকা কর্মকার, ডলি জহুর, শামসুল আলম বকুল, প্রিয়া ডায়েস, মহসিন রেজা, হিল্লোল, আফরোজা বানু, নওশীন নাহরিন মৌ, খাইরুল ইসলাম পাখি, রওশন আরা, টনি ডায়েস ও লুৎফুন নাহার লতা।

দেশকে র'ক্ষায় করোনা যো'দ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাতে ভোলেননি রিচি সোলাইমান। রিচি বলেন, অদেখা শ'ত্রুর সাথে অ'স্ত্রছাড়া যু'দ্ধ করে যাচ্ছেন ডাক্তার, অ'স্ত্রহাতে পুলিশ এবং ভাইরাসের মাঝ থেকে নিউজ এনে সবার কাছে পৌঁছে দিচ্ছে সাংবাদিকরা। এছাড়াও ব্যাংকার, ডেলিভারি ও পোস্টম্যান প্রতিনিয়ত আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। পৃথিবীর সকল ভালোবাসা একসাথে এনে দিলেও কম হয়ে যাবে। আমরা চিরঋণী, চির কৃতজ্ঞ তাদের কাছে। রইল অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।

অন্যদিকে ভিটিওটিতে পৃথিবীর প্রতিটি মানুষকে নিয়ে বাঁচার আ'কুতি জানিয়েছেন টনি ডায়েচ। ভিটিওটি নির্মাণ প্রসঙ্গে টনি বলেছেন, পুরো পৃথিবী এক অদৃশ্য শ'ত্রুর সঙ্গে যু'দ্ধ করছে। আমরাও করছি। আমরা সবাই এ সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে চাই। কাউকে হা'রাতে চাই না, আপনাকেও না। জীবনের ঝুঁ'কি নিয়ে যারা দেশকে র'ক্ষা করছেন তাদের প্রতি শ্রদ্ধা। নিজদের নিরা'পদ রাখতে চলতে হবে নিয়ম মেনে। এ যাত্রায় বেঁচে গেলে আবারও দেখা হবে। এমন কাজে সকলের সাড়া পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে