সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ০৯:৪৬:৩৩

দোয়া করুন, যেন ঈমান নিয়ে ম'রতে পারি : বলিউডের কাশ্মীরী নায়িকা্ জায়রা ওয়াশিম

দোয়া করুন, যেন ঈমান নিয়ে ম'রতে পারি : বলিউডের কাশ্মীরী নায়িকা্ জায়রা ওয়াশিম

বিনোদন ডেস্ক : নিজের ভেরিফাইয়েড ফেসবুক আইডিতে এক পোস্টে দাঙ্গল-কন্যা জায়রা ওয়াশিম অনুরোধ জানান, এত প্রশংসা করবেন না৷ কারণ এটা ঈমানের জন্য ক্ষ'তিকর৷ সবাইকে সালাম জানিয়ে জাতীয় তিনি লিখেছেন, সবার ভালোবাসাকে স্বীকার করেই বলছি, এভাবে প্রশংসা না করে আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করুন যেন তিনি আমার ভুলত্রুটিগুলোকে মাফ করে দেন৷ গত শনিবার এই পোস্ট করেন জায়রা।

জায়রা লিখেছেন, আমার যে দুর্বলতা আছে তা যেন তিনি ক্ষমার আলো, তাকওয়া (আল্লাহ ভীতি) দিয়ে পরিপূর্ণ করে দেন৷ আমার ঈমান যেন বৃদ্ধি পায়৷ আমার ইচ্ছাগুলোকে যেন তিনি পরিশুদ্ধ করে দেন৷ আমাকে যেন সেই জ্ঞান দান করেন যা উপকারী৷

তিনি আরও লিখেছেন, আল্লাহ আমার হৃদয় ও জিহবাকে এমন করে দেন যেন তা সর্বদা তাঁকেই স্মরণ করে এবং অনুতপ্ত হলে তাঁর কাছেই ফিরে যাই৷ তার জন্যই যেন সকল সঠিক কাজ করতে পারি, এই লক্ষ্যে আমাকে যিনি তিনি অবিচল রাখেন৷ মুসলিম হিসেবেই যেন বেঁচে থাকতে পারি এবং মুসলিম হিসেবেই যেন মৃ'ত্যুবরণ করতে পারি৷

বলিউডের অভিনয় জগতে পা দিয়ে ঝড় তুলেছিলেন কাশ্মীরি কন্যা জায়রা ওয়াশিম৷ সুপারস্টার আমির খান থেকে শুরু করে প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে সিনেমায় অভিনয় করে পুরস্কার ও প্রশংসা দুইই অর্জন করেছিলেন দঙ্গল-কন্যা৷

কিন্তু গতবছর হঠাৎ করেই অভিনয় জগৎ ছেড়ে দেবার সিদ্ধান্ত নেন জায়রা৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক খোলা চিঠিতে জানিয়েছিলেন, বলিউডের কাজ তার মনের শান্তি, ঈমান ও আল্লাহর সঙ্গে সম্পর্কের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে৷ তাই এই সিদ্ধান্ত৷

শোবিজ ছাড়ার পর প্রশংসা ও তিরস্কার দুইই পেয়েছেন জায়রা ওয়াশিম৷ আল্লাহর পথে ফিরে আসায় তার মুসলিম ভক্তরা প্রশংসায় ভরিয়ে দেন তাকে৷ বলিউড ছাড়ার সময় অভিনয় জগতের পুরুষ আধিপত্য, চারিত্রিক অবনতি ইত্যাদি বিষয়ে তিনি আলোকপাত করেন৷ তার এই সাহসের প্রশংসা এখনও শেষ হয়নি৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে