বিনোদন ডেস্ক : প্রয়াত অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাবা বসন্তকুমার চক্রবর্তী৷ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বয়স হয়েছিল ৯৫ বছর৷ তবে এই সময় বাবার কাছে থাকতে পারেননি তিনি৷ সিনেমার শ্যুটিংয়ের কাজে বেঙ্গালুরু ছিলেন৷ লকডাউনের ফলে সেখানেই আ'টকে যান অভিনেতা৷
খবর অনুযায়ী, বাবার মৃত্যুর খবর পেয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেন মিঠুন৷ তারপরই গাড়িতে করে বেঙ্গালুরু থেকে মুম্বাইয়ে রওনা হন তিনি৷ মিঠুন চক্রবর্তীর বাবা বসন্তকুমার চক্রবর্তী ক্যালকাটা টেলিফোনসে চাকরি করতেন৷ স্ত্রী শান্তিময়ী দেবী, পুত্র মিঠুন ও তার তিন মেয়েকে নিয়ে কলকাতাতেই থাকতেন তিনি৷