বুধবার, ২২ এপ্রিল, ২০২০, ০৬:৫৮:১২

লকডাউনের কারণে বাবাকে শেষবারের মতো দেখতেও পারলেন না মিঠুন চক্রবর্তী

লকডাউনের কারণে বাবাকে শেষবারের মতো দেখতেও পারলেন না মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক : করোনার জেরে বিশ্বের অন্যান্য দেশের মতো ভারত জুড়েও চলছে লকডাউন। এই অবস্থার মধ্যে শো'কের ছায়া নেমে এসেছে বলিউড ও টলিউডের বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর পরিবারে। তার বাবা বসন্তকুমার চক্রবর্তী আর নেই। মঙ্গলবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বা'স ছাড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

বাবার মৃত্যুতে বাবাকে শেষ দেখা তো দূরের কথা, শেষযাত্রাতেও থাকতে পারলেন না এই অভিনেতা। টাইমস অব ইন্ডিয়ার খবর বলছে, মিঠুনের বাবার মৃত্যু হয়েছে মুম্বাইতে। অভিনেতা সে সময় আ'টকে ছিলেন বেঙ্গালুরে। এদিকে, বাবার মৃত্যুর খবর পেয়ে বেঙ্গালুরু থেকে মুম্বাই পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করে চলেছেন মিঠুন। তবে লকডাউনের মধ্যে কতটা আসতে পারবেন এই অভিনেতা সেটাই সন্দে'হের।

বসন্তকুমারের চার সন্তানের মধ্যে সবথেকে বড় হচ্ছেন মিঠুন চক্রবর্তী। একসময় কলকাতা টেলিফোনসে চাকরি করতেন মিঠুনের বাবা। মা শান্তিময়ী ছিলেন গৃহবধু। চার সন্তানের মধ্যে মিঠুন ছাড়াও রয়েছেন তিন বোন। সুপারস্টার এই অভিনেতার বাবার মৃত্যুর সময় তার বড় ছেলে মিমো মুম্বাইতেই ছিলেন। একটি শুটিংয়ের কাজে বেঙ্গালুরে গিয়েছিলেন মিঠুন। এরপর লকডাউন শুরু হওয়ায় তিনি সেখানেই আ'টকে পড়েন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে