বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০, ১২:৩৬:৩১

অভিনেত্রী খালেদা আক্তার কল্পনার খোঁ'জ রাখে না কেউ!

অভিনেত্রী খালেদা আক্তার কল্পনার খোঁ'জ রাখে না কেউ!

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক উজ্জ্বল নক্ষত্রের নাম খালেদা আক্তার কল্পনা। ৩৮ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। বলা যায় প্রায় দশ বছর ধরেই অভিনয় থেকে দূরে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী। অভিনয়ের জন্য এখন ডাক পড়ে না তেমন। অফুরন্ত অবসরে নাটক লিখেন ঘরে বসে।

করোনা ভাইরাসের সং'ক্র'মণের এই দিনে ঘর থেকে যখন বের হওয়ার সুযোগ নেই, তখন কীভাবে কা'টছে এই নন্দিত অভিনেত্রীর দিন? কেমন আছেন খালেদা আক্তার কল্পনা? খোঁ'জ নিয়ে জানা গেলো, এখন ছেলের সংসারে থাকেন তিনি। ছেলের বউ সন্তান সম্ভবা। সামনে মাসে হয়তো নাতি কিংবা নাতনির মুখ দেখবেন তিনি। এক সময়ের পর্দা কাঁ'পানো এই অভিনেত্রী খোঁ'জ রাখে না কেউ। না, এ নিয়ে কারো প্রতি কোনো অ'ভিযো'গ নেই তার। এই সময়ও চারপাশের মানুষকে নিয়ে ভাবেন।

খালেদা আক্তার কল্পনা বলেন, ''মানুষকে সহযোগিতা করার মত আমার আর সেই সামর্থ্য নাই। চোখের সম'স্যা নিয়ে বেশ কিছুদিন ভু'গে'ছি। ভারত গিয়ে চিকিৎসা করিয়েছি। এখন কাজ নাই, টাকাও নাই। তারপরও কিছু কিছু মানুষকে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করেছি। সেটা আমার আত্মীয় ও পরিচিতদের মধ্যেই করেছি। আমার কষ্ট লাগছে আমি সেই ভাবে মানুষের পাশে দাঁড়াতে পারিনি।''

যারা মানুষের পাশে দাঁড়াচ্ছে, সহযোগীতা করছেন তাদের প্রতিও ভালোবাসা জানিয়ে এই প্রবীণ অভিনেত্রী বলেন, ''করোনায় মৃ'ত্যুর সংখ্যা বাড়ছে ,আ'ক্রা'ন্তের সংখ্যা বাড়ছে। কত লোক বে'কার, টাকা-পয়সা নাই, কাজকর্ম নাই, খাওয়া নিয়ে চি'ন্তা। ত্রাণ দিচ্ছেন সরকার। এছাড়াও অনেক সচ্ছল ব্যক্তিরাই এগিয়ে আসছেন, অস'হা'য়দের পাশে দাঁড়াচ্ছেন। অনেক প্রতিষ্ঠান মানুষের সহযোগিতায় এগিয়ে আসছে। এসব দেখে খুব ভালো লাগছে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে