বিনোদন ডেস্ক : দীর্ঘসময় ধ'রে লন্ডনে ক্যানসারের চিকিৎসা করে গত বছর এপ্রিলে ভারতে ফিরেছিলেন বলিউড অভিনেতা ইরফান খান। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে ভর্তি অভিনেতা ইরফান খান। আইসিইউতে রয়েছেন অভিনেতা। শনিবারই মৃত্যু হয়েছে ইরফানের মা সাইদা বেগমের।
তারপর আচমকাই মঙ্গলবার অভিনেতার অসুস্থতার খবর সামনে এলো। গত বছরই ক্যানসারকে হা'রিয়ে সুস্থ হন অভিনেতা। ইরফানের অসুস্থতার ব্যাপারে এখনও পর্যন্ত বিস্তারিত কোনও তথ্য মেলেনি। লকডাউনের মধ্যেই শনিবার ইরফানের মায়ের মৃত্যুর সামনে আসে। জয়পুরের বেনিওয়াল কান্ত কৃষ্ণ কলোনিতে থাকতেন তিনি। সেখানেই মৃত্যু হয় তার।
জানা গিয়েছিল বিদেশে রয়েছেন অভিনেতা। তাই যোগ দিতে পারবেন না জানাজা ও দাফনে। পরে ভিডিও কলের মাধ্যমে শেষবারের মতো মায়ের দর্শন সারেন অভিনেতা। যদিও মঙ্গলবার জানা গেল বিদেশে নয় মুম্বাইতেই ছিলেন অভিনেতা। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইরফান খানের নিউরো এন্ডোক্রিন টিউমারে আক্রা'ন্ত হওয়ার খবর সামনে আসে, এরপর দীর্ঘ সময় লন্ডনে চিকিৎসা চলেছে ইরফান খানের। গত বছর এপ্রিলে ভারতে ফিরেছিলেন অভিনেতা।
শারীরিক অসুস্থতার জন্যই দীর্ঘ সময় রূপোলি পর্দা থেকেও দূরে ছিলেন ইরফান। বক্স অফিসে ইরফানের কামব্যাক ছবি ছিল আংরেজি মিডিয়াম। ১৩ মার্চ মুক্তি পেয়েছিল এই ছবি। তবে করোনার জেরে লকডাউন শুরুর আগেই তালাবন্ধ হয়ে যায় সিনেমাহল। ফলে বড়োপর্দায় মাত্র দু-তিন দিনই প্রদর্শিত হয়েছে এই ছবি। আপতত ডিজিট্যাল প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে স্ট্রিম হচ্ছে এই ছবি।