বিনোদন ডেস্ক: ভারতজুড়ে চলছে লকডাউন। এমন সময় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে অন্নদান চ্যালেঞ্জ শুরু করলেন বলিউড অভিনেতা সালমান খান।
করোনা সং'ক্রমণ এবং লকডাউনের জেরে অসংখ্য পরিবার খাবার পাচ্ছে না। তাদের পেট ভরানোই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিক বিবেচনা করে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানালেন বলিউড ভাইজান। তার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলেন মহারাষ্ট্রের বিধায়ক বাবা সিদ্দিকি এবং তার ছেলে জিসান সিদ্দিকি।
ইতিমধ্যেই বাবা-ছেলে পানভেল গ্রামের ১ লক্ষ ২৫ হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। নিজের ট্যুইটার হ্যান্ডেলে সেই খবর জানিয়েছেন সালমান। তিনি বাবা সিদ্দিকিকে ধন্যবাদ জানিয়েছেন। সেইসাথে এই চ্যালেঞ্জে সাড়া দিয়ে যে কেউ অংশ নিতে পারেন বলে আহ্বান জানান এই নায়ক।