বিনোদন ডেস্ক : করোনা ভাইরাস মোকাবিলায় সারা ভারত জুড়ে চলছে লকডাউন। কিন্তু এর মধ্যেই বিয়ে করে বসলেন মালায়লি ছবির অভিনেতা চেম্বান বিনোদ জোস। তিনি দ্বিতীয় বিয়ে করার জন্য লকডাউনের সময়টাকেই বেছে নিলেন। সোশ্যাল মিডিয়ায় বিয়ের কথা ঘোষণা করেছেন চেম্বান।
জানিয়েছেন, তিনি বিয়ে করেছেন মরিয়াম থমাসকে। মরিয়াম অবশ্য অভিনয় জগতের কেউ নন। তিনি কোট্টায়মের মেয়ে, তিনি পেশায় মনোবিদ। লকডাউনের মধ্যেই মঙ্গলবার গোপনে বিয়ে সেরেছেন তারা। অবশিষ্ট বিশ্বের এ বছরটা যতই খারাপ যাক, মালয়ালি অভিনেতা চেম্বান বিনোদ জোসের কিন্তু ২০২০ নিয়ে সম্ভবত কোনও অভিযোগ নেই। এ বছরই মুক্তি পেয়েছে তার মালয়ালম ফিজিওলজিক্যাল নাটক ট্রান্স। আর এবার তিনি করে ফেললেন তার দ্বিতীয় বিয়েটিও।
এর আগে তিনি সুনীতা নামে আমেরিকা নিবাসী এক ফিজিওথেরাপিস্টকে বিয়ে করেন। তাদের এক পুত্র রয়েছে, নাম জন ক্রিস চেম্বান। এক সাক্ষাৎকারে চেম্বান জানান, তার ১০ বছরের ছেলে মায়ের সঙ্গে আমেরিকায় থাকে, আর তিনি ভারতে। গ্রীষ্মের ছুটিতে তার কাছে যান। সব সময় ছেলেকে কাছে না পাওয়ার য'ন্ত্র'ণা আছে তার মধ্যে।