বিনোদন ডেস্ক : অগণিত ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। এদেশের ডুব চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই শোকের ঢেউটা এদেশেও আছড়ে পড়বে কিছুটা। ইরফানকে এদেশের একটা বড় শ্রেণী পছন্দ করেন তার দক্ষ অভিনয়ের জন্য।
ওমর সানী বলেন, একজন শিল্পীর কোনও দেশ নেই, শিল্পী সবার আমি তাকে কোনওদিন দেখিনি, হৃদয় বলছে আমার বন্ধু ও আমার ভাই অসাধারণ অভিনেতা ইরফান খান, চলচ্চিত্রে আমার পরে এসেছে, তারপরও বলি অসাধারণ অভিনেতা, এক কথায় বলব স্যার সমতুল্য, আল্লাহ তোমাকে জান্নাত বাসী করুন।
আজ বুধবার মাত্র ৫৪ বছর বয়সে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে তিনি শেষ নিঃ'শ্বাস ত্যা'গ করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। স্লামডগ মিলিয়নিয়ার মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। অভিনয় করেছেন বলিউড ও হলিউডের বহু ছবিতে। বাংলাদেশে বহুল আলোচিত একটি চলচ্চিত্র 'ডুব'-এর মূল ভূমিকাতেও ছিলেন তিনি।