বুধবার, ২৯ এপ্রিল, ২০২০, ০৯:২১:৫৩

'মা আমাকে নিতে এসেছেন', মৃত্যুর আগমুহুর্তে বলে উঠেন ইরফান খান

'মা আমাকে নিতে এসেছেন', মৃত্যুর আগমুহুর্তে বলে উঠেন ইরফান খান

বিনোদন ডেস্ক : মঙ্গলবার আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার পাশে ছিলেন স্ত্রী সুতপা, ছেলে বাবিল, সাবেক ম্যানেজার আসিফ এবং ড্রাইভার।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ইরফান খান তার মৃত্যুর আগে মায়ের কথাই বলছিলেন। তিনি তার মাকে নিজের পাশে বসা দেখছিলেন। তার ধা'রণা মা তাকে নিতে চলে এসেছেন। ইরফানের স্ত্রীর বরাতে জানানো হয়েছে, ''আমার বিশ্বাস আমি এবার হেরেই গেছি। মা আমাকে চলে এসেছেন। তিনি এই ঘরেই আছেন। দেখ আমার পাশে বসে রয়েছেন।''

চারদিন আগে অর্থ্যাৎ গত ২৫ এপ্রিল ইরফানের মা সাইদা বেগম ভারতের রাজস্থানের জয়পুর শহরে মা'রা গেছেন। সারা ভারত লকডাউনে থাকায় শেষবারের মতো মায়ের মুখ দেখা হয়নি ইরফানের। ভিডিও কলের মাধ্যমে মাকে শেষ শ্রদ্ধা জানান তিনি। মাকে শেষ দেখা না দেখতে পারার বে'দনা ইরফানকে ক'ষ্ট দিয়েছে। মৃত্যুর শেষ সময় পর্যন্ত মায়ের কথা স্মরণ করে ইরফান সেই কথাই জানান দিয়ে গেলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে