বুধবার, ২৯ এপ্রিল, ২০২০, ০৯:৪৬:৫৬

লকডাউনে গোলাপি রঙের ছোট পোশাকে নেচে ঝড় তুললেন অভিনেত্রী

লকডাউনে গোলাপি রঙের ছোট পোশাকে নেচে ঝড় তুললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক : গান যেমন নাচও তেমনই। সেই নাচের চ্যালে'ঞ্জ নিলে আ'গুন ঝ'রাতে হবে প্রতি স্টেপে, জানতেন ছোটপর্দার বিগ স্টার 'গোপী বাহু' এবং 'বিগ বস ১৩' খ্যাত দেবলীনা ভট্টাচার্য। হালকা গোলাপি রঙের ছোট পোশাক আর খোলা চুলে বাদশার 'গেন্দা ফুল' গানে নেচে এবার ঝড় তুললেন এই অভিনেত্রী। দেখতে দেখতে নাচের ভিউয়ার্স ২ লাখের ওপর!

দেবলীনার এই নাচের ভিডিও ঢালাও প্রশংসা পেয়েছে ভক্তদের। 'দিয়া ঔর বাতি হম' খ্যাত দীপিকা সিংয়ের চ্যালে'ঞ্জের জবা'বেই নাচের ভিডিও পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, দীপিকা সিংহের চ্যালে'ঞ্জ নিয়ে এই নাচ। এমনিতেই, 'গেন্দা ফুল' গান আর নাচ ভীষণ পছন্দের। লকডাউনে এই চ্যালেঞ্জ অবসর বিনোদনের জন্য খুবই ভালো। 

দেবলীনা ভট্টাচার্যের নাচ দেখে প্রশংসা করেছেন দলজিৎ কৌরও। সোশ্যালে মিডিয়ায় তিনি লেখেছেন, ''তোমাকে নাচতে দেখে খুব ভালো লাগল।'' স্টার প্লাসের সুপারহিট মেগা 'সাথ নিভানা সাথীয়া' দিয়ে ছোটপর্দায় প্রথম পা রাখেন এই অভিনেত্রী। মেগায় তিনি ছিলেন আদর্শ পুত্রবধূ। এর পরে তিনি অংশ নেন বিগ বস-১৩ এর আয়োজনে। কিন্তু পায়ে চো'ট পাওয়ায় মাঝপথে প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসেন তিনি। নাচের ভিডিওটি দেখুন..

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে