বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০, ০৫:৪২:৩৭

ঋষি নেই, আমি ধ্বংস হয়ে গেলাম: অমিতাভ বচ্চন

ঋষি নেই, আমি ধ্বংস হয়ে গেলাম: অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক : কোন এক অস্থির সময়ের মধ্যে এসে দাঁড়িয়েছে বলিউড! গতকাল ইরফান খান, আজ ঋষি কাপূর। গলার কাছে জমাট হয়ে আসা কান্না গিলতে গিলতে বলিউড আজ চিৎকার করে বলছে, ''এ খবর মিথ্যা''। না, মিথ্যা নয়। মা'রা গেছেন ঋষি কাপূর। মাত্র ৬৭ বছর বয়সে ক্যান্সারের কাছে মাথা নুইয়ে চলে গেলেন না ফেরার দুনিয়ায়।

খবরটা প্রথম প্রকাশ করেছিলেন ঋষির বড় ভাই রণধীর কাপূর। জানাজানি হতে বেশি সময় লাগেনি। আঁ'তকে উঠেছিলেন অমিতাভ বচ্চন। ''ও নেই, মা'রা গেছে! ঋষি মা'রা গেছে!'' টুইটারে এই কয়েকটি শব্দ, আর তাতেই বুঝিয়ে দিয়েছিলেন মনের অবস্থা। ইরফানের শো'ক কাটিয়ে ওঠার মরিয়া চেষ্টার মাঝেই এরকম একটা খবর্‌, ''আমি ধ্বংস হয়ে গেলাম'', বাক্যহা'রা বিগ-বি।

দুই বছর আগে একসঙ্গে ''১০২ নট আউট' এ কাজ করেছিলেন অমিতাভ-ঋষি। অমিতাভ বাবা, আর তার ছেলের ভূমিকায় ঋষি কাপূর। 'দত্তাত্রেয়'কে ছেড়ে 'বাবুলাল' আজ পাড়ি দিলেন অন্য দুনিয়ায়। যে খানে 'মকবুল' (ইরফান খান) অপেক্ষা করে রয়েছেন তার জন্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে