বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০, ১০:৩০:৪৮

তিন দশক আগে মাইকেল জ্যাকসনের ভবিষ্যদ্বাণীই আজ সত্যি হলো বিশ্বজুড়ে!

তিন দশক আগে মাইকেল জ্যাকসনের ভবিষ্যদ্বাণীই আজ সত্যি হলো  বিশ্বজুড়ে!

বিনোদন ডেস্ক: বিশ্বজু'ড়ে প্রলয় সৃষ্টি করেছে ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব নভেল করোনাভাইরাস। গুঁ'ড়িয়ে দিচ্ছে মানবজাতির সভ্যতা ও বিজ্ঞানের দ'ম্ভ। কোনো ওষুধ নেই, প্রতিষেধক নেই। শুধুই মৃত্যুর অপেক্ষা। এরই মধ্যে মা'রণ এই ভাইরাসের কালো থা'বায় প্রা'ণ গেছে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষের। আক্রা'ন্ত হয়েছে ৩২ লাখ ৪৮ হাজারেরও বেশি মানুষ।

তবে আজ থেকে তিন দশক আগে কিংবদন্তি পপ স্টার মাইকেল জ্যাকসন ভবিষ্যদ্বাণী করেছিলেন- একটা মা'রণ ভাইরাস বিশ্বজু'ড়ে প্রলয় সৃষ্টি করবে, বহু মানুষের প্রাণ কে'ড়ে নেবে! এমনকি ভাইরাসের ভ'য়ে তিনি সে সময়েও মাস্ক ব্যবহার করতেন। এমন দা'বি করেছেন খোদ মাইকেল জ্যাকসনের দেহর'ক্ষী ম্যাট ফিডেস।

বর্তমানে করোনাভাইরাস আত'ঙ্কে কাঁ'পছে গো'টা বিশ্ব। এই সময় ম্যাটের এমন দা'বি নিয়ে জ'স্পনা শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, 'পপ সম্রাট মাইকেল জ্যাকসন সব সময় ভাইরাসে আক্রা'ন্ত হওয়ার আশ'ঙ্কায় ভু'গতেন। মাইকেল বিশ্বাস করতেন, কোনো এক মা'রণ ভাইরাসের আ'ক্রমণে গোটা মানব জাতির অস্তি'ত্ব সঙ্ক'ট দেখা দিতে পারে। বাস্তবেও কিন্তু সেটাই হচ্ছে।'

ম্যাট ফিডেস বলছিলেন, 'মাইকেল সবসময় বলতেন মানব জাতি যে কোনো সময় ধুয়ে মু'ছে সা'ফ হয়ে যাবে এক ভাইরাসের আ'ক্র'মণে। মাইকেল বিশ্বাস করতেন, কোনো এক জীবাণুই গ্রা'স করবে মানব সভ্যতা। সেই ভ'য়ে মাইকেল সব সময় নিজের মুখ ঢে'কে রাখত মাস্কে। আমি অনেক সময় ওকে মাস্ক খু'লে রাখতে বলতাম। কিন্তু ও কথা শুনত না। মাইকেল বলত, সারা বিশ্বে আমার কোটি কোটি অনুরাগী রয়েছে। আমি অসুস্থ হয়ে পড়লে ওদের মন খারাপ হয়ে যাবে। আমি একটি বিশেষ কাজ করতে এই পৃথিবীতে এসেছি। আমি কোনো মতেই নিজের গলা ন'ষ্ট হতে দিতে পারি না।'

সেই সময় মাইকেল সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই ফিডেসের দা'বি। মাস্ক পরে থাকলেই একমাত্র এসব ভাইরাসের হাত থেকে র'ক্ষা পাওয়া যায় বলে মনে করেন জ্যাকসনের দেহর'ক্ষী। তিনি বলছিলেন, মাইকেল হয়তো আ'ন্দাজ করতে পেরেছিল, কোনো এক ভাইরাস প্রচুর মানুষকে মে'রে ফেলবে। ও এমন কিছু আঁ'চ করতে পেরেছিল বলেই হয়তো আত'ঙ্কে থাকত। করোনার জন্য কত মানুষ প্রাণ হা'রাল। আমাদের পৃথিবী অসুস্থ হয়ে পড়েছে। কীভাবে এর থেকে মু'ক্তি পাওয়া যাবে তা কেউ জানে না।'

বর্তমানে ইংল্যান্ডের নর্থ ডিভনের বাসিন্দা ম্যাট বলেছেন, জ্যাকসনের আশেপাশে এত জন কর্মী থাকলেও তাঁর প্রাসাদে দু'র্ব্যবহার করার কোনো সম্ভাবনা ছিল না। তিনি সকলের সঙ্গে সুন্দর ব্যবহার করতেন। কাউকে ক'ষ্ট দিতেন না।

বেঁ'চে থাকাকালীন সময়ে এই সুপারস্টারের বিরু'দ্ধে শিশু শ্লী'লতাহা'নির অভি'যোগ আনা হয়েছিল কিন্তু কখনও দো'ষী সাব্য'স্ত করা হয়নি। এ বিষয়ে ম্যাট বলেন, তাঁর বিরু'দ্ধে এমন অভি'যোগ সম্পূর্ণ বা'নোয়া'ট ছিল। মাইকেল জ্যাকসন সর্বদা তার বিরু'দ্ধে করা যৌ'ন নি'র্যাত'নের সমস্ত অভি'যোগ অস্বী'কার করেছেন।সূত্র- দ্য সান ইউকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে