শুক্রবার, ০১ মে, ২০২০, ০৪:৪৭:৫৪

ইরফান খানকে নিয়ে স্ত্রী সুতপার আবেগঘন পোস্ট

ইরফান খানকে নিয়ে স্ত্রী সুতপার আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক : অনেক ছবির কাজ বাকি রেখে না-ফেরার দেশে চলে গিয়েছেন জনপ্রিয় অভিনেতা ইরফান খান। স্বামীর মৃত্যুর পর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি পোস্ট করলেন ইরফান খানের স্ত্রী সুতপা শিকদার। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুকের প্রোফাইল পিকচার বদলেছেন সুতপা। 

স্বামীর সঙ্গে একটি মিষ্টি মুহূর্তের ছবি উঠে এসেছে তার সোশ্যাল মিডিয়ায়। যেখানে দু'হাত দিয়ে ইরফানকে আগলে রেখেছেন তার সুদীর্ঘ ৩৫ বছরের পার্টনার। এইভাবেই গত দুবছর ইরফানকে নি'শ্চিত মৃত্যুর হাত থেকে আগলে রেখেছিলেন সুতপা। এই ছবির ক্যাপশনে ইরফান-পত্নী লিখেছেন, ''আমি কিচ্ছু হারাইনি, আমি সব দিক থেকে লাভ করেছি।'' 

এই ছবিতে ধ'রা পড়েছে এই দম্পতির রসায়ন আর ভালোবাসার ঝলক। ইরফান খান নিজের মুখে স্বীকার করে নিয়েছিলেন তার সব ল'ড়াইয়ের র'সদ, সব শ'ক্তির উৎস স্ত্রী সুতপা শিকদার। আজীবন ভালো-খা'রাপ সব সময় ইরফান খানের হাতটা শ'ক্ত করে ধরে রেখেছিলেন এই বাঙালি কন্যা।

গত মাসে মুম্বাই মিররকে দেওয়া সাক্ষাৎকারে ইরফান বলেছিলেন, ''সুতপাকে নিয়ে কী আর বলবো? ২৪ ঘন্টা সে রয়েছে, আমার পাশে, আমার সঙ্গে। আমি যদি বাঁচার আরো একটা সুযোগ পাই, তাহলে সেই জীবনের একমাত্র কারণ সুতপা।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে