রবিবার, ০৩ মে, ২০২০, ০৬:৩৮:২১

ঋষি কাপুরকে নিয়ে স্ত্রী নীতু কাপুরের হৃদয়স্পর্শী স্ট্যাটাস

ঋষি কাপুরকে নিয়ে স্ত্রী নীতু কাপুরের হৃদয়স্পর্শী স্ট্যাটাস

বিনোদন ডেস্ক : জীবনসঙ্গীকে হা'রানোর কষ্টটা কেউ বলে বোঝাতে পারে না। মনের মানুষের চিরবিদায়ে হৃদয়ে যে ক্ষ'তের সৃষ্টি হয় তা কখনও শো'কায় না। বলিউডের শক্তিমান অভিনেতা ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুরের ক্ষেত্রে এমনটি হয়েছে। স্বামীকে হা'রিয়ে নির্বা'ক হয়ে পড়েছেন এই নারী। বুকের ভেতরটায় চা'পা ক'ষ্ট।

সেই কষ্টের বহি:প্রকাশ ঘটেছে এক লাইনের এক স্ট্যাটাসে। ঋষিপত্নীর আবেগঘন এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়েগত ৩০ এপ্রিল না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুর। স্বামীর মৃত্যুর দু’দিন পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন নীতু কাপুর। ক্যাপশনে তিনি লিখেছেন, ''শেষ হলো আমাদের গল্প।''

১৯৭৪ সালে 'জেহরিলা ইনসাল'ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন ঋষি কাপুর ও নীতু সিং। সেই থেকে শুরু তাদের ভালোবাসার গল্প। এরপর দু'জনে একসঙ্গে কাজ করেছেন ১২টি ছবিতে। এ তালিকায় উল্লেখযোগ্য 'কাভি কাভি', 'অমর আকবর অ্যান্থনি', 'দুসরা আদমি', 'খেল খেল মে' ও 'ঝুটা কাহি কা'। প্রায় অর্ধযুগ মন দেয়া-নেয়ার পর ১৯৮০ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন ঋষি-নীতু। বলিউডের এ প্রজন্মের হার্টথ্রুব তারকা রণবীর কাপুর তাদের ছেলে। তার বোন ঋদ্ধিমা কাপুর সাহানি পেশায় ফ্যাশন ডিজাইনার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে