রবিবার, ০৩ মে, ২০২০, ০৮:৩২:৩৩

আজ রাত আটটার বাংলা সংবাদের পর জনপ্রিয় ইত্যাদি

আজ রাত আটটার বাংলা সংবাদের পর জনপ্রিয় ইত্যাদি

বিনোদন ডেস্ক : প্রতিবছর মে মাসে শ্রমজীবী মানুষদের নিয়ে বিশেষ পর্ব প্রচার করে ইত্যাদি। আজ রবিবার (৩ মে) রাত আটটার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে ইত্যাদির বিশেষ পর্ব। তবে পর্বটি নতুন নয়, সাত বছর আগে মে দিবস উপলক্ষে এটি ধারণ করা হয়েছিল।

এবার লকডাউনের কারণে নতুন পর্ব ধারণ করতে পারে নি ইত্যাদির টিম। পুরো অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে ঢাকার অদূরে সাভার ইপিজেডের সামনে। এতে গান গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী ও সুবীর নন্দী। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।

হানিফ সংকেত জানিয়েছেন, শ্রমজীবী মানুষের অংশগ্রহণে এই পর্বটি তৈরি করা হয়েছে। যা মে দিবসের বিশেষ অনুষ্ঠান হিসেবে প্রচার হয়েছে ৭ বছর আগে। চলতি মে মাসেও একই কারণে সেই পর্বটি প্রচার হবে। লকডাউনের কারণে সব রকমের শুটিং বন্ধ, তাই ‘ইত্যাদি’র নতুন পর্ব তৈরি সম্ভব নয়। সময়টা স্বাভাবিক হলে এবারও মে দিবস উপলক্ষে নতুন পর্ব নির্মাণ করত ফাগুন অডিও ভিশন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে