বিনোদন ডেস্ক : গোটা বিশ্বে শোবিজে কাস্টিং কাউচ নতুন কিছু নয়। বিশ্বের অনেক দেশের মতো ভারতের শোবিজেও এই অভিযো'গ উঠেছে অনেক প্রযোজক, পরিচালক ও তারকাদের বিরু'দ্ধে। সময়ে সময়ে তনুশ্রীসহ অনেক অভিনেত্রীর মুখেই এমন অভিযো'গ শোনা গিয়েছে। অনেক নামী অভিনেত্রী নিজের ভ'য়'ঙ্কর অভিজ্ঞতার কথা শুনিয়েছেন কাস্টিং কাউচের বিষয়ে।
কিন্তু নিজের কাস্টিং কাউচের অভিজ্ঞতা শেয়ার করে বো'মা ফাটালেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। এই মুহূর্তে বলিউডের অন্যতম বড় নাম আয়ুষ্মান খুরানা। 'অ'ন্ধাধুন', 'বধাই হো', 'আর্টিক্যাল ১৫' থেকে 'বালা', 'শুভ মঙ্গল জাদা সাবধান' ছবিগুলো দিয়ে ইন্ডাস্ট্রির চমক জাগানিয়া নায়ক এখন আয়ুষ্মান। ঝুলিতে একের পর এক হিট। তাই প্রযোজকদের চাহিদাও তাকে ঘিরে।
সেই অভিনেতা জানালেন, একসময়ে তাকেও কাস্টিং কাউচের খ'প্পর পরতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়ুষ্মান বলেন, ''আমার সঙ্গে এটা একবারই হয়েছিল। একজন কাস্টিং ডিরেক্টর আমাকে একটি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেন। তার পরিবর্তে আমাকে গো'পনা'ঙ্গ দেখাতে বলেন। তিনি আমাকে সমকা'মী হতে উৎসাহ দেন। কিন্ত আমি সমকা'মী নই। এটা জানিয়ে তার প্রস্তাব খা'রিজ করে দিই।''
চন্ডীগড়ে জন্ম নেওয়া আয়ুষ্মানের এ অভি'জ্ঞতার কথা শুনে সবাই অবা'ক হয়েছেন। অনেক ভক্তরা দাবি করেছেন, আয়ুষ্মান যেন সেই নোং'রা মানসিকতার লোকটির নাম বলেন। কিন্তু আয়ুষ্মান সেই নাম গো'পন রেখেছেন। ২০০৮ সালে তাহিরা কাশ্যপের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আব'দ্ধ হন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৮ সালে তাহিরা কাশ্যপের স্তন ক্যান্সার ধ'রা পড়ে।