বুধবার, ০৬ মে, ২০২০, ০৬:১১:৩৫

মা হয়েছেন কোয়েল, নাতিকে দেখতে যাননি রঞ্জিত মল্লিক!

মা হয়েছেন কোয়েল, নাতিকে দেখতে যাননি রঞ্জিত মল্লিক!

বিনোদন ডেস্ক : গতকাল মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ দক্ষিণ কলকাতার এক হাসপাতালে শিশুপুত্রের জন্ম দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। মা ও নবজাতক দুই জনেই ভাল আছে জানিয়েছেন কোয়েলের স্বামী প্রযোজক নিসপাল সিং। কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক নাতিকে দেখতে যেতে পারেননি। 

প্রবীণ অভিনেতাকে ফোনে জিজ্ঞেস করা হয়েছিল, নাতিকে প্রথম বার কোলে নেওয়ার অনুভূতি কেমন? রঞ্জিত মল্লিক বললেন, ''সেটা আর হল কই? করোনার জন্য খুব ক'ড়াক'ড়ি। কোয়েলের স্বামী ছাড়া কাউকে হাসপাতাল কর্তৃপক্ষ প্রবেশের অনুমতি দেয়নি। চার-পাঁচ দিনের মধ্যেই ওরা চলে আসবে। তখন দেখা হবে।'' 

আলাদা করে নাতি বা নাতনির শখ ছিল না রঞ্জিতের, ''আজকের দিনে ছেলেমেয়ে সমান। কিছু আগে থেকে ভাবিনি। যে এসেছে, সেই আদরের।'' একই কথা বললেন নিসপালও, ''ছেলে বা মেয়ে এ ভাবে কিছু ভাবিনি।'' ছেলেকে প্রথম দেখে কী মনে হল? ''খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। একটা থ্রিলও ছিল,'' জবাব তাঁর। সদ্যোজাতের নাম বাবা-দাদু কেউই এখনও ভেবে উঠতে পারেননি। 

রঞ্জিতের কথায়, ''ওরা আসুক বাড়িতে। সকলে মিলে বসি একসঙ্গে। তখন কিছু ভাবা যাবে।'' মল্লিক বাড়ির সর্বকনিষ্ঠ সদস্যকে কাছ থেকে দেখার জন্য এখন অধীর অপেক্ষা পরিবারের বাকিদের। শোনা যাচ্ছে, টলিউডের আর এক অভিনেত্রীও খুব শিগগির সুখবর শোনাতে চলেছেন। যদিও রাজ-শুভশ্রী পুরোটাই গু'জব বলে উড়িয়ে দিচ্ছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে