শনিবার, ০৯ মে, ২০২০, ০৭:৫৮:৪৭

মাইয়া দেহি এইডাও পারে, মিথিলা নিয়ে সৃজিত

মাইয়া দেহি এইডাও পারে, মিথিলা নিয়ে সৃজিত

বিনোদন ডেস্ক : সারা বিশ্ব থ'মকে গেলেও থেমে থাকে নি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মদিন। মঞ্চে অনুষ্ঠান, প্রভাত ফেরী না হলেও অনলাইনকেই মাধ্যম করে সকলে বিশ্বকবিকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন সকলে। বাংলাদেশের অভিনেত্রী তথা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলাও সোশ্যাল মিডিয়াতেই কবিগুরুকে শ্রদ্ধা জানালেন।

মিথিলা ২৫ বৈশাখ উপলক্ষে ‘মন মোর মেঘের সঙ্গী’ গানে নেচে তার ভি'ডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। মিথিলা ভি'ডিওটি আপলোড করে তার ক্যাপশনে লিখেছেন, প্রায় ১৫ বছর পরে নাচলাম! আমার ভারত মাতা সুমিতা দেবীর শ্রীময়ী ক্লাবের রবীন্দ্র জয়ন্তীর ভার্চুয়াল অনুষ্ঠানের জন্যে। ১৫ বছর লম্বা সময়…আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। সকলকে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা।

মিথিলার সেই ভি'ডিওটি শেয়ার করেছেন সৃজিতও। অবাক হয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, মাইয়া দেহি এইডাও পারে। মিথিলার ভি'ডিওটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অভিনেত্রী গায়িকা যে এত সুন্দর নাচেনও তা দেখে মুগ্ধ তার ভক্তরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে