সোমবার, ১১ মে, ২০২০, ১০:০৪:৩৩

যে অপরাধে অভিনেত্রী পুনম পাণ্ডেকে গ্রেপ্তার করেছে পুলিশ

যে অপরাধে অভিনেত্রী পুনম পাণ্ডেকে গ্রেপ্তার করেছে পুলিশ

বিনোদন ডেস্ক : মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডেকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। লকডাউন অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, লকডাউন অমান্য করে নিজের বিলাসবহুল গাড়ি নিয়ে বেরিয়েছিলেন পুনম পাণ্ডে। তার সঙ্গে আরো এক যুবক ছিলেন। মেরিন ড্রাইভে বিনা কারণে ঘো'রাফে'রা করতে দেখা যায় তাদের। এরপরই পুলিশ তার গাড়ি আ'টক করে। লকডাউনের মাঝে গাড়ি নিয়ে কেন বেরিয়েছেন? পুলিশের এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি তিনি। তারপর পুনম পাণ্ডে এবং তার স'ঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ।

মৃত্যুঞ্জয় হীরেমাঠ নামে এক পুলিশ সংবাদমাধ্যমটিতে বলেন—ওই দু’জনের বিরুদ্ধে ভারতীয় দ'ণ্ডবিধির ২৬৯ এবং ১৮৮ ধা'রায় মামলা রু'জু করা হয়েছে।ভারতের মহারাষ্ট্রের করোনা পরিস্থি'তি ভ'য়াব'হ। তারপরও পুনম পাণ্ডে কেন দায়িত্বজ্ঞা'নহী'ন নাগরিকের মতো রাস্তায় বে'র হলেন তা নিয়ে বিভিন্ন ম'হলে প্রশ্ন উঠছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে