বিনোদন ডেস্ক : মহামা'রী করোনা ভাইরাস মো'কাবেলায় ভারতে প্রায় দেড় মাস ধ'রে চলছে লকডাউন। এ কারণে বহু মানুষ বেকার হয়ে পড়েছেন। আয় রোজগার না থাকায় হাজার হাজার মানুষ ক'ষ্টে দিনাতিপাত করছেন। করোনায় অনেকেই মানসিক দৃঢ়তা ও শারীরিক ভারসাম্য হা'রিয়ে ফেলছেন।
লকডাউনে ঘরব'ন্দি হয়ে অ'বসা'দ থেকে ভারতের এক অভিনেতা আত্মহ'ত্যার পথ বেছে নিয়েছেন। তার নাম মনমীত গ্রেওয়াল। রোজগার বন্ধ হয়ে যাওয়ায় চ'রম হতা'শা থেকে তিনি স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে আত্মহ'ত্যার পথ বেছে নেন। টেলিভিশনের জনপ্রিয় মুখ মনমীত 'আদত সে মজবুর'-এ অভিনয় করেছেন। শনিবার মুম্বাইয়ে তার বাড়িতেই আত্মহ'ত্যা করেন তিনি।
জানা গেছে, করোনা ভাইরাসের জেরে লকডাউনের ফলে ভ'য়াব'হ অবসা'দগ্র'স্ত হয়ে পড়েছিলেন তিনি। পাশাপাশি, টাকার অভাবও ছিল তার। বাড়ি ভাড়া না দিতে পারার আশ'ঙ্কাও তাকে গ্রা'স করেছিল। তার মা ও ভাই জানিয়েছেন, বেশ কয়েক মাস ধ'রেই আর্থিক অ'নটনে ছিলেন মনমীত। কয়েক লক্ষ টাকা ধা'রও করেছিলেন। কিন্তু লকডাউন হয়ে যাওয়ার কোনো রোজগার হচ্ছিল না তার।
ফলে কীভাবে টাকা ফেরত দেবেন তা নিয়ে অব'সাদে ভু'গছিলেন তিনি। এই কারণেই এমন চ'রম পথ বেছে নিয়েছেন অভিনেতা। মনমীতের বন্ধু মনজিত সিং জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা থেকেই অস্বাভাবিক আচরণ করেছিলেন অভিনেতা। স্ত্রী রান্নাঘরে কাজে ব্যস্ত থাকার সময় নিজের ঘরে ঢুকে দরজা ব'ন্ধ করে দেন মনমীত।
এরপর হঠাৎ চেয়ার উলটে পড়ার শব্দ শুনে ঘরে ঢুকে তাকে গলায় ওড়নার ফাঁস দিয়ে সিলিং ফ্যান থেকে ঝুল'ন্ত অবস্থায় দেখতে পান অভিনেতার স্ত্রী। স্বামীকে ফাঁ'স থেকে মুক্ত করার অনেক চেষ্টা করেও ব্য'র্থ হয়ে চিৎ'কার করে সাহায্য চাইতে থাকেন মনমীতের স্ত্রী।
প্রতিবেশীরা ছুটে এলেও তার করোনা সং'ক্রমণ ঘটেছে ভেবে কেউ মনমীতকে ফাঁ'স থেকে মুক্ত করার জন্য এগিয়ে আসেননি। শেষে এক নিরা'পত্তার'ক্ষী এসে ফাঁ'স খুলে ম'রদেহ উ'দ্ধার করেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মনমীতকে মৃ'ত ঘোষণা করেন চিকিৎসকরা। সূত্র : হিন্দুস্তান টাইমস।