রবিবার, ১৪ জুন, ২০২০, ১২:১৭:১৫

গাড়ি থেকে উ'দ্ধার ১০৪ বোতল ম'দ, আ'টক বাহুবলির রাজমাতা শিবাগামী রামিয়া

গাড়ি থেকে উ'দ্ধার ১০৪ বোতল ম'দ, আ'টক বাহুবলির রাজমাতা শিবাগামী রামিয়া

বিনোদন ডেস্ক : বাহুবলি সিনেমার রাজমাতা শিবাগামীকে নিয়ে শুরু হল জো'র শো'রগো'ল। গত বৃহস্পতিবার দক্ষিণ ভারতের মামল্লপুরম থেকে চেন্নাইতে আসার পথে চেঙ্কালপেট চেকপোস্টে আ'টকানো হয় অভিনেত্রী রামিয়া কৃষ্ণণের গাড়ি। এরপর রামিয়ার গাড়ি থেকে উ'দ্ধার করা হয় ১০৪টি ম'দের বোতল।

রিপোর্টে প্রকাশ, মামল্লুরম থেকে চেন্নাইতে আসছিলেন রামিয়া কৃষ্ণণ এবং তার বোন বিনয়া। চেঙ্কালপেট চেকপোস্টে তাদের গাড়ি আ'টকানো হলে সেখান থেকে ৯৬ বোতল বিয়ার এবং ৮টি ওয়াইনের বোতল উ'দ্ধার করা হয়। এরপরই রামিয়া কৃষ্ণণকে পুলিশ আ'টক করে জি'জ্ঞা'সাবাদের জন্য। পরে অবশ্য জামিন নিয়ে ছাড়া পান অভিনেত্রী।

রামিয়া এবং তার বোনের সঙ্গে তার গাড়ির চালককেও আ'টক করে পুলিশ। অভিনেত্রী নিজের দায়িত্বে গাড়ির চালকের জামিন করিয়ে তাকে মুক্ত করেন। তবে গাড়িতে যে ১০৪টি ম'দের বোতল ভর্তি করে আনা হচ্ছিল, অভিনেত্রী সে কথা জানতেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে