রবিবার, ১৪ জুন, ২০২০, ০৩:৩৫:১৭

আত্মহ'ত্যা করলেন জনপ্রিয় সুশান্ত সিং রাজপুত

আত্মহ'ত্যা করলেন জনপ্রিয় সুশান্ত সিং রাজপুত

বিনোদন ডেস্ক : গোটা দেশ যখন করোনা নিয়ে দু'শ্চিন্তায়, হঠাতই বলিউডের উপরে যেন আকাশ ভে'ঙে পড়ল। আত্মহ'ত্যা করলেন বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুত। রবিবার মুম্বাইয়ের বাড়ি থেকেই উ'দ্ধার হয় তাঁর ঝুল'ন্ত লা'শ। বাড়িতে থাকা কাগজপত্র থেকে জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন তিনি।

বুধবার দুপুরে তার ঝুল'ন্ত লা'শ দেখতে পেয়ে গৃহপরিচারিকা পুলিশকে খবর দেন বলে জানিয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যম। সুশান্ত সিং রাজপুত মাহেন্দ্র সিং ধোনির বায়োপিকে ধোনির চরিত্রে অভিনয় করেন। এছাড়াও পিকে ব্যোমকেশের মতো গুরুত্বপূর্ণ চলচ্চিত্র অভিনয় করেছেন বলিউডের এই তারকা।  কাই পো চে, শুদ্ধ দেশি রোমান্স, কেদারনাথ, ছিছোঁরে -র মতো সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। 

এদিকে মাত্র ক'দিন পূর্বেই সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার দিশা সালিআন বহুতল থেকে লাফিয়ে আত্মহ'ত্যা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে