রবিবার, ১৪ জুন, ২০২০, ০৭:০৬:৪৯

বড় তাড়াতাড়ি চলে গেলেন : সুশান্তের মৃত্যু মানতে পারছেন না মোদিও

বড় তাড়াতাড়ি চলে গেলেন : সুশান্তের মৃত্যু মানতে পারছেন না মোদিও

বিনোদন ডেস্ক : গুজরাত দা'ঙ্গার পটভূমিতেই তৈরি হয়েছিল সুশান্ত সিং রাজপুতের প্রথম ছবি 'কাই পো চে'। রবিবার নিজের বাড়িতে আত্মহ'ত্যা করেন সুশান্ত সিং রাজপুত। মুম্বাইয়ের বান্দ্রার বিলাস বহুল অ্যাপার্টমেন্ট থেকে পুলিশ উ'দ্ধার করে তার নিথর দেহ। ৩৪ বছরের অভিনেতার অস্বাভাবিক মৃ'ত্যুতে শো'কস্ত'ব্ধ বলিউড। 

অনেকে মানতেই চাইছেন না এভাবে চলে যেতে পারেন সুশান্ত সিং রাজপুত। সেই একই কথা বললেন ভারতের প্রধানমন্ত্রীর গলাতেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় সুশান্তের মৃ'ত্যুতে শো'ক প্রকাশ করেন। তিনি বলেন, সুশান্ত সিং রাজপুত এক প্রতিভাসম্পন্ন যুবক ছিলেন, কিন্তু তিনি বড় তাড়াতাড়ি চলে গেলেন। তার টিভি ও সিনেমার কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। 

নরেন্দ্র মোদি বলেন, বিনোদন জগতে তার উত্থান অনেককে অনুপ্রাণিত করেছিল। তার দক্ষতা অনেককেই পিছনে ফেলে দিয়েছিল। তার মৃত্যুতে হ'তবা'ক। পরিবার ও অনুগামীদের প্রতি সহম'র্মিতা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি অভিনেতার আত্মার শান্তি কামনা করেন।

সুশান্ত সিং রাজপুতের মৃ'ত্যুতে শো'ক প্রকাশ করেছেন অমির খান, অজয় দেবগন, রীতেশ দেশমুখ সহ একাধিক অভিনেতা। চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ সুশান্তের মৃত্যুতে অবা'ক হয়েছেন বলেই জানিয়েছেন। সুশান্তের প্রথম প্রযোজক একতা কাপুরও তার মৃত্যুতে শো'ক প্রকাশ করে বলেছেন এটা ঠিক হল না সুশান্ত। তিনি বলেছেন এক সপ্তাহে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। এটা ঠিক নয় বলেও মন্তব্য করেছেন একতা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে