বিনোদন ডেস্ক : বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের আক'স্মিক মৃ'ত্যু, এটি আ'ত্মহ'ত্যা না'কি খু'ন? গতকাল খবরটা ছ'ড়িয়ে পড়ার পরই এ প্রশ্নটা সামনে এসে দাঁ'ড়ায়। সুশান্তের পরিবারের পক্ষে এই এ ঘ'টনাকে আ'ত্মহ'ত্যা নয় বলেই দা'বি করা হয়েছে। দা'বি, স'ন্দে'হ, ধা'রণা—এই সবের মাঝেই অবশেষে সামনে এলো সুশান্ত সিং রাজপুতের ময়'নাত'দ'ন্তের রিপো'র্ট।
সেখানে বলা হচ্ছে ঝু'লে পড়ার কারণে দ'ম ব'ন্ধ হয়েই মা'রা গেছেন ৩৪ বছরের এ তরুণ অভিনেতা। গতকাল রোববার সুশান্তের বান্দ্রার বাড়ি থেকে ঝু'ল'ন্ত অবস্থায় ম'রদে'হ উ'দ্ধার করা হয়েছে। তার বাসা থেকে উ'দ্ধা'র হয়েছে অ্যা'ন্টি ডি'প্রে'শন ওষুধ, মি'লেছে প্রে'স'ক্রি'পশ'ন। তবে মেলেনি কোনো সু'ইসা'ইড নো'ট।
নিয়ম অনু'যায়ী সুশান্তের দেহ ম'য়নাত'দ'ন্তের জন্য পা'ঠানো হয়েছিল মুম্বাইয়ের ড. আরএন কুপার মিউনিসিপ্যাল হাসপাতালে। আজ সোমবার সেখানকার প্রতিবে'দন প্রকা'শ করেছে ইন্ডিয়ান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভিসহ বেশ কিছু ভারতীয় গণমাধ্যম। হাসপাতালের রি'পো'র্ট বলছে, ঝু'লে থাকায় অ্যা'সফি'ক্সিয়ার কারণেই মৃ'ত্যু হয়েছে অভিনেতার। আ'মৃ'ত্যু দড়িতে ঝু'লে ছিলেন তিনি।
যে চিকিৎসক সুশান্তের ম'য়নাত'দন্ত করেছেন, তিনি জানিয়েছেন, সুশান্তের শরীরে কোনো ড্রা'গ বা বি'ষ রয়েছে কি না, সেটি জেজে হাসপাতালে পরীক্ষা করা হবে। এমনিতে মুম্বাই পুলিশ ভি'সে'রার নমু'না সং'র'ক্ষণ করে রেখেছে রাসায়নিক বিশ্লে'ষণের জন্য। সেসব নমু'না ফরে'নসি'ক ল্যাবরেটরিতে পাঠানো হবে।
এই প্রতিবে'দনের সূ'ত্রে মুম্বাই পুলিশের প্রাথমিক ত'দন্তে বলছে এটি আত্মহ'ত্যার ঘ'টনা। তবে অভিনেতার পরিবার এটি মানতে না'রাজ। পরিবারের পক্ষে তার মামা স্থানীয় সংবাদমাধ্যমে এ নিয়ে ম'ন্তব্য করেছেন। তিনি সিবিআই ত'দন্তের দা'বি জানিয়েছেন। তার দাবি, ''এটা হ'ত্যা।'' মুম্বাই ক্রা'ইম ব্রাঞ্চের একটি টিম ইতিমধ্যেই সুশান্তের মৃ'ত্যুর ঘ'টনার ত'দন্তের দায়িত্ব নিয়েছে।
সুশান্তের মামা আরসি সিং বলেন, ''এটি কোনোভাবেই মা'নতে পারছি না যে আমাদের সুশান্ত আ'ত্মহ'ত্যা করেছে। এর পেছনে কোনো ষ'ড়য'ন্ত্র আছে। ওকে খু'ন করা হয়েছে।'' এ প্রসঙ্গে তার আরও অভিযো'গ, সুশান্তের সাবেক ম্যানেজার দিশা সাইলানের মৃ'ত্যুকে আ'ত্মহ'ত্যা বলা হলেও ওটা আসলে আ'ত্মহ'ত্যা নয়। দিশাকেও খু'ন করা হয়েছিল। সুশান্তের দূর সম্পর্কের আত্মীয় সাবেক সাংসদ লাভলি আনন্দও সুশান্তের মৃ'ত্যুতে সন্দে'হ প্রকা'শ করেছেন।
তার মতে, ''গভীরে গিয়ে এর ত'দ'ন্ত হওয়া উচিত। কয়েক দিন আগেই সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ান আ'ত্মহ'ত্যা করেন। এবার আমাদের বাচ্চাটা আ'ত্মহ'ত্যা করল। এমন কা'কতা'লীয় হতে পারে না, বিশ্বাস করি না।'' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সিবিআই ত'দ'ন্তের দা'বি জানিয়েছেন তারা।
মুম্বাইয়ে আজই হবে সুশান্ত সিংয়ের শেষযাত্রা, শেষকৃ'ত্য। পটনা থেকে মুম্বাই এসেছে বাবাসহ পরিবারের অন্য সদস্যরা। প্রথমে সুশান্তর দে'হ পটনায় নিয়ে যাওয়ার কথা হলেও পরে সিদ্ধান্ত ব'দল হয়। যে শহরে তার উ'ত্থা'ন, সেই মুম্বাইতেই শেষকৃ'ত্য হোক, এমনটাই চেয়েছেন সুশান্তর বন্ধু ও ঘনিষ্ঠরা।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি জন্ম নেওয়া সুশান্ত পাঁচ ভাইবোনের ভেতর সবার ছোট। তার বড় চার বোন আছে। ২০১৩ সালে 'কাই পো চে' দিয়ে বড় পর্দায় অভিষেক ঘ'টে সুশান্তর। একই বছরে মু'ক্তি পায় 'শুদ্ধ দেশি রোমান্স'। ২০১৬ সালে 'ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' মু'ক্তির পর আর পেছনে ফিরে তা'কাতে হয়নি সুশান্তকে।