রবিবার, ০৯ আগস্ট, ২০২০, ১০:১৪:১১

তার চলে যাওয়ায় সংগীতাঙ্গনের জন্য বড় ক্ষতি : রুনা লায়লা

তার চলে যাওয়ায় সংগীতাঙ্গনের জন্য বড় ক্ষতি : রুনা লায়লা

বিনোদন ডেস্ক : বাংলাদেশের সংগীতের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী আর নেই। আজ রোববার বিকেলে রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শো'কের ছায়া নেমে এসেছে দেশের সংগীত অঙ্গনে। শো'ক প্রকাশ করছেন চলচ্চিত্রের মানুষেরাও।

শো'ক প্রকাশ করেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাও। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, আরেকজন গুণী সংগীত পরিচালক আলাউদ্দিন আলী স্বর্গের পথে যাত্রা করলেন। তার চলে যাওয়ায় সংগীতাঙ্গনের বড় ক্ষ'তি হয়ে গেলো। তার রেখে যাওয়া সুন্দর এবং প্রাণ ভরানো সুর দিয়ে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন আজীবন। আলাউদ্দিন আলীর সঙ্গে গান করা প্রসঙ্গে তিনি লেখেন, তার সঙ্গে অসংখ্যবার কাজ করার সৌভাগ্য হয়েছে আমার।

সৃষ্টিকর্তার কাছে তার বিদেহি আত্মার শান্তি কামনা করি এবং তাকে জান্নাতের সবচেয়ে সেরা স্থান দান করুক সেই প্রার্থনা করি। রুনা লায়লার জন্য অনেক গান তৈরি করেছেন আলাউদ্দিন আলী। তারমধ্যে অন্যতম হলো-  'ইস্টিশনের রেলগাড়িটা', 'বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না', 'তোমাকে চাই আমি আরও কাছে' ইত্যাদি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে