সোমবার, ১০ আগস্ট, ২০২০, ১০:২৭:৫৩

রাম মন্দিরে সপরিবারে পূজা দিতে যাব : দেব

রাম মন্দিরে সপরিবারে পূজা দিতে যাব : দেব

বিনোদন ডেস্ক : রাম মন্দিরে সপরিবারে পূজা দেয়ার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য-অভিনেতা দেব। তবে এ ঘোষণা দেয়ার দিন দুয়েক আগেই নিজস্ব সংসদীয় এলাকা ঘাটালে বৈঠক করার পর রাম মন্দির নিয়ে দেব বলেছিলেন, ''এ সময়ে (করোনা) ভ্যাকসিন না মন্দির কোনটা জরুরি তা একটা শিশুও বলে দিতে পারবে।''

রাম মন্দির প্রসঙ্গে দেবের সেই উত্তর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেরই তা পছন্দ হয়নি। ফলে দেবকে কটা'ক্ষ করতেও ছাড়েননি তরা। সেসব বিত'র্কের অব'সান ঘ'টিয়ে এক ফেসবুক আড্ডায় দেব জানিয়ে দিলেন, ''যেদিন রাম মন্দির হবে সেদিন সপরিবারে পূজা দিতে যাব।''

দেব স্পষ্ট বলে দিয়েছেন, ''যে রাম মন্দির নিয়ে তার কোনো আ'প'ত্তি নেই। আপত্তিটা অন্য জায়গায়। মহামা'রির জে'রে এমন ভ'য়াব'হ পরি'স্থি'তির মধ্যেই মন্দির নির্মাণকে উপলক্ষ করে মানুষ একত্রিত হচ্ছেন, তাও আবার মাস্ক ছাড়াই, সেটাই ভ'য়ের কারণ। কারণ, দিন দিন করোনা আ'ক্রা'ন্ত এবং মৃ'তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে উ'দ্বি'গ্ন দেব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে