সোমবার, ১০ আগস্ট, ২০২০, ১১:৫৭:২২

শাহরুখ খানের অফিস এখন করোনা রোগীদের জন্য আইসিইউ

শাহরুখ খানের অফিস এখন করোনা রোগীদের জন্য আইসিইউ

বিনোদন ডেস্ক : আগেই নিজের অফিস কোরেন্টাইন্ট সেন্টারের জন্য বৃহন্মুম্বাই পুরসভার হাতে তুলে দিয়েছিলেন শাহরুখ-গৌরী। এখন সেখানে তৈরি হচ্ছে আই সিইউ। তাও আবার গৌরী খানের ডিজাইনে। স্ত্রী গৌরী খান নিজেই অফিসের ইন্টিরিয়র বদলে তাকে কোয়রান্টিন সেন্টারের রূপ দিয়েছিলেন। এখন সেটি আইসিইউ। 

১৫টি আইসিইউ বেডের সঙ্গে থাকছে অক্সিজেন সিলিন্ডার ও ভেন্টিলেটরের সুবিধা। জানা গিয়েছে এখানে ভর্তি কোয়রান্টিনের রোগীদের শিফট করা হয়েছে অন্য আইসোলেশন সেন্টারে। এর আগে এই কোয়রান্টিন সেন্টারে ভর্তি ৬৬ জন রোগীর মধ্যে প্রায় ৫৪ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

শাহরুখের স্বেচ্ছাসেবী সংগঠন মীর ফাউন্ডেশন, হিন্দুজা হাসপাতাল ও বিএমসি'র মিলিত প্রয়াসে সোমবার থেকেই এই আইসিইউ চালু হল। স্বাস্থ্যবিধি মেনে এখানে হিন্দুজা হাসপাতাল কাজ চালাবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ডিরেক্টর। ২৪ ঘণ্টা চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীরা থাকবেন এখানে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে