বুধবার, ১২ আগস্ট, ২০২০, ১২:০৪:০৪

অবসর সময়ও এখন আর ভালো লাগছে না: ফেরদৌস

 অবসর সময়ও এখন আর ভালো লাগছে না: ফেরদৌস

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসের কারণে মার্চ থেকেই শুটিংয়ের বাইরে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। রোজার ঈদের পর থেকে নাটকের কাজ শুরু হলেও সিনেমার কাজ শুরু হয়নি।
কোরবানির ঈদের পর চলতি মাসের শেষভাগে একাধিক নতুন সিনেমার শুটিং শুরুর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। চিত্রনায়ক ফেরদৌসও এ যাত্রায় শামিল হতে যাচ্ছেন। দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে শুটিং শুরু করছেন তিনি।

আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই সিনেমার শুটিংয়ে যোগ দেবেন এ অভিনেতা। এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘অনেকদিন শুটিং করছি না। অভিনয় জীবনে একসঙ্গে এতদিন শুটিং বন্ধ রাখিনি কখনও।তাই অবসর সময়ও এখন আর ভালো লাগছে না। স্বাস্থ্যবিধি মেনে এখন অনেকেই শুটিং করছেন। আমার সঙ্গেও একাধিক নির্মাতা যোগাযোগ করেছেন। আমি তাদের কাছে সেপ্টেম্বরের শুরুর দিকে শুটিং সিডিউল নির্ধারণ করার কথা বলেছি।

এর জন্য নিজেকে প্রস্তুতও করছি। স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করা হবে বলে নির্মাতারা আমাকে নিশ্চিত করেছেন।’ বর্তমানে এ চিত্রনায়কের হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। এগুলো হল ‘বিউটি সার্কাস’, ‘গন্তব্য’, ‘যদি আরেকটু সময় পেতাম’, ‘কাঠগাড়ায় শরৎচন্দ্র, ‘সেইভ লাইফ’, ‘গাঙচিল’, ‘জ্যাম’, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে