রবিবার, ১৬ আগস্ট, ২০২০, ০২:০৮:০১

কিংবদন্তি গিটারিস্ট ও ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

 কিংবদন্তি গিটারিস্ট ও ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

বিনোদন ডেস্ক : কিংবদন্তি গিটারিস্ট ও ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর আজ জন্মদিন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান। গুণী এই শিল্পী সংগীত জীবনের দীর্ঘ চার দশকে অসংখ্য হৃদয় ছুঁ'য়ে যাওয়া গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের। 

আইয়ুব বাচ্চুরর জন্ম ১৯৬২ সালের ১৬ আগস্ট, চট্টগ্রামে। সংগীতজগতে যাত্রা শুরু হয় ফিলিংস ব্যান্ডের সঙ্গে, ১৯৭৮ সালে। ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি ‘সোলস’-এর সঙ্গে যু'ক্ত ছিলেন। তারপর এলআরবির কা'ন্ডারি হয়ে দা'পটের সঙ্গে ঢু'কে পড়েন বাংলাদেশের রক মিউজিকের বিশাল গ্রাউন্ডে।

২০১৮ সালের ১৮ অক্টোবর বিশ্বজু'ড়ে কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে যান একাধারে গায়ক, গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী আইয়ুব বাচ্চু। মৃ'ত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৬ বছর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে