বিনোদন ডেস্ক : সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি জানিয়েছেন, সুশান্তকে ওষুধ অ'চে'তন করে রেখে, তাঁর সই জাল করে অ্যাকাউন্ট থেকে অর্থ সরিয়ে নেওয়ার মতো ভয়ঙ্কর কাজটি করতেন রিয়া চক্রবর্তী। ভারতের আইন প্র'য়ো'গকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জেরার মুখে এই তথ্য জানান তিনি। এখানেই শেষ নয়, রিয়ার বিরু'দ্ধে তিনি রাজসাক্ষী হতেও রাজি হয়েছেন বলে জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়, শ্রুতি মোদি ইডির জেরায় জানিয়েছেন, সুশান্তকে প্রায় তিন মাস ওষুধ দিয়ে অচেতন করে রেখেছিলেন রিয়া। সেসময়ই সুশান্তের সই নকল করে তাঁর অ্যাকাউন্ট থেকে বড় অ'ঙ্কের অর্থ সরিয়ে নেন তিনি।
এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ওঠে এসেছে সুশান্তের প্যানকার্ডসহ কম্পানি বেশ কিছু কাগজপত্র। পুরনো কাগজপত্রে থাকা সুশান্তের সইয়ের সঙ্গে তাঁর সাম্প্রতিক কালের বেশকিছু সই মিলছে না বলে দাবি করা হচ্ছে।
প্র'সঙ্গ'ত, রিয়া চক্রবর্তীর বিরু'দ্ধে অর্থ সরানোর অভি'যোগ এনেছেন সুশান্তের বাবা কে কে সিং রাজপুত। তাঁর সেই অভি'যোগের ভি'ত্তিতেই তদ'ন্ত করছে ইডি। এখন পুরো বিষয়টিই ইডির তদ'ন্তাধীন রয়েছে। তবে সুশান্ত মৃ'ত্যুর ঘটনায় সিবিআই, মুম্বাই পুলিশ, নাকি বিহার পুলিশকে তদ'ন্ত করবে তা সুপ্রিম কোর্টের রায়ের ওপর নির্ভর করছে। সূত্র: জি-নিউজ।