মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০, ১১:৫৬:১৩

অনেক দিন পর ভাল লাগছে: অপু বিশ্বাস

অনেক দিন পর ভাল লাগছে: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : দীর্ঘ সময় ধ'রে নতুন কোনো ছবিতে কাজ করছেন না চিত্রনায়িকা অপু বিশ্বাস। করোনাভাইরাস প্র'কোপ শুরুর পর এমনিতেই ছবির সব কাজ ব'ন্ধ ছিল। তবে সম্প্রতি আবারও স'রগ'রম হচ্ছে চি'ত্রপাড়া।

সেই ধারাবাহিকতায় মোস্তাফিজুর রহমান মানিক নির্মাণ করছেন নতুন ছবি ‘আশীর্বাদ’। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবির প্রধান অভিনেত্রী হিসেবে চু'ক্তিব'দ্ধ হয়েছেন অপু বিশ্বাস। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন ছবিতে চু'ক্তিব'দ্ধ হয়ে ভালো লাগছে।

কারণ অনেকদিন ধরেই ছবির কাজ ব'ন্ধ আছে। ক্যামেরার সামনে যাওয়ার সুযোগ না হওয়ায় বেশ খা'রাপই লাগছিল। তবে এ ছবির মাধ্যমে আবারও ক্যামেরার সামনে দাঁ'ড়াতে পারব। ছবিতে আমার চরিত্রটিও বেশ ভালো।

আশা করছি, এটি একটি ভালো কাজ হবে।’ আগামী মাসেই এ ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক। এদিকে অপু বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ নামের একটি ছবিতেও অভিনয় করেছিলেন। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় নির্মিত ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে