বিনোদন ডেস্ক: দিলীপ কুমারের পরিবারে শো'কের ছা'য়া। কিছুদিন আগেই করোনাভাইরাসে আক্রা'ন্ত হয়েছিলেন দিলীপ কুমারের ছোট ভাই আসলাম খান। অবশেষে আজ (২১ আগস্ট) শুক্রবার সকালে পৃথিবী ছে'ড়ে চলে গেলেন তিনি। ভারতীয় গণমাধ্যম জানায়, মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃ'শ্বাস ত্যা'গ করেন আসলাম খান। এর আগে করোনাভাইরাসে আক্রা'ন্ত হয়ে গত ১৬ অগস্ট হাসপাতালে ভ'র্তি হন দিলীপ কুমারের দুই ভাই ৯০ বছর বয়সী এহসান খান ও ৮৫ বছর বয়সী আসলাম খান।
জানা গেছে, আগে থেকেই উ'চ্চ র'ক্তচাপ, ডা'য়াবেটিকস ছাড়াও আরো বেশ কিছু রোগে ভু'গ ছিলেন আসলাম। ডাক্তারের ভাষ্যমতে বেশকিছু রোগে আগে থেকেই আক্রা'ন্ত থাকার কারণে এবং বয়স বয়স বেশি হওয়ার কারণে তার শরীরের রোগ প্র'তিরো'ধ ক্ষমতাও কম ছিল। যার ফলে তিনি করোনাভাইরাসের সঙ্গে ল'ড়াইয়ে পেরে উ'ঠেননি।
এদিকে করোনায় আক্রা'ন্ত হয়ে মা'রা যাওয়ায় ছোট ভাইকে শেষ দেখাও দেখতে পেলেন না দিলীপ কুমার। তার বয়স ৯৭ বছর। তিনিও ফুসফুসে সং'ক্রম'ণসহ নানা রোগে আক্রা'ন্ত। তাই তাকে বাড়িতেই সবার থেকে আ'লাদা করে রাখা হয়েছে করোনা সত'র্কতার জন্য।