শনিবার, ২২ আগস্ট, ২০২০, ১০:৫০:৩৭

অবশেষে জ'ট খো'লছে সুশান্ত মৃ'ত্যু মা'মলা, মূল অভি'যু'ক্ত' হিসেবে নাম উঠেছে যার

অবশেষে জ'ট খো'লছে সুশান্ত মৃ'ত্যু মা'মলা, মূল অভি'যু'ক্ত' হিসেবে নাম উঠেছে যার

বিনোদন ডেস্ক : ভারতের বলিউডের খ্যাতনামা অভিনেতা সুশান্ত সিং রাজপুত অস্বাভা'বিকভাবে মা'রা যাওয়ার বিষয়ে সিবিআই তদ'ন্তের নি'র্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মুম্বাই পুলিশ ও বিহার পুলিশের পারস্পরিক দো'ষারোপে তদ'ন্তে সমস্যা হচ্ছে জানিয়ে বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চ ৩৫ পাতার রায়ে বলেছে, সত্য যখন সূর্যের আলোর ছোঁয়া পাবে, তখন যাঁরা জী'বিত তাঁরাই যে শুধু ন্যায়বিচার পাবেন তা নয়। যিনি মা'রা গেছেন, তিনিও শা'ন্তির ঘুম ঘুমাবেন।

তদ'ন্তের দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের কেন্দ্রীয় গোয়ান্দারা অত্যন্ত তৎ'পর বলে জানা যাচ্ছে। গতকাল শুক্রবার মুম্বাই পৌঁছে সকালেই সুশান্ত-কা'ণ্ডের প্রধান প্রত্যক্ষদর্শী সুশান্তের রাঁধুনি নীরজকে জি'জ্ঞাসাবাদ করে সিবিআই। 

পাশাপাশি গতকাল মুম্বাই পুলিশের কাছ থেকে সুশান্তের ব্যক্তিগত ডা'য়েরি, কেস ফাইল, তিনটি মোবাইল ফোন, ল্যাপটপ নিজেদের হেফা'জতে নিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সুশান্ত হ'ত্যাকা'ণ্ডের ব্যাপারে এখন পর্যন্ত যে ৫৬ জনের বক্তব্য রেক'র্ড করেছে মুম্বাই পুলিশ, সেটাও  সিবিআইয়ের হাতে তু'লে দেওয়া হবে।

এই মৃ'ত্যুর তদ'ন্ত এখন যতটা এগিয়েছে, 'মূল অভি'যু'ক্ত' হিসেবে নাম উঠে এসেছে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর। বলিউড মাফিয়াদের কথাতেই নাকি ছক কষে সুশান্তকে হ'ত্যা করেছেন রিয়া, এমন অভি'যোগও উঠে এসেছে। 

পাশাপাশি, সুশান্তের অ্যাকাউন্ট, তাকে ওষুধ খাওয়ানো, কাজের লোককে তা'ড়িয়ে দেওয়া, সুশান্তের সব কিছুতে রিয়ার আধিপত্যের অভি'যো'গও উঠেছে। সুশান্তের বাবা কে কে সিং আলাদা করে রিয়ার নামে বিহার পুলিশের কাছে অভি'যোগ করার পর বিহার পুলিশ আলাদা করে মা'মলা নিয়ে মুম্বাইয়ে গিয়ে তদ'ন্ত শুরু করেছিল। 

জানা গেছে, সুশান্তের সঙ্গে রিয়ার সম্পর্ক নিয়ে তেমন খুশি ছিল না রাজপুত পরিবার। সুশান্তের পরিবারের অভি'যোগ, তার অ্যাকাউন্ট থেকে নাকি ১৫ কোটি টাকা হা'তিয়েছেন রিয়া। এসবের জে'রে সুশান্তের শেষকৃ'ত্যেও রিয়াকে ঢু'কতে বা'ধা দিয়েছিল তার পরিবার। 

যদিও সব অভি'যোগ উ'ড়িয়ে দিয়েছেন নায়িকা রিয়া। একাধিক লোকের বক্তব্য এবং যেহেতু সুশান্তের সঙ্গে শেষে সবচেয়ে বেশি সময় রিয়া থাকতেন, সে কারণে রিয়াকে নিজেদের হেফাজতে নিতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। 

জানা গেছে, বলিউডের একাধিক প্রভাবশালী ব্যক্তি রিয়াকে সহযোগিতা করছেন এবং প্রমাণ লোপাটের ক্ষেত্রেও হাত রয়েছে রিয়ার। সুশান্তের মৃ'ত্যুকে স্বাভাবিক আ'ত্মহ'ত্যার ঘ'টনা এখনই মেনে নিতে চায় না সিবিআই। একে অস্বাভাবিক মৃ'ত্যুর মা'মলা হিসেবে এবং গভীর ষ'ড়য'ন্ত্র থাকতে পারে এমন সূত্রের খোঁ'জেই রিয়াকে গ্রে'প্তারের কথা ভাবছেন গোয়েন্দারা।  কারণ স'ন্দেহভাজনের তালিকায় সবার উপরে নাম রয়েছে সুশান্তের প্রেমিকা রিয়ার। সূত্র : এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে